সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। টলিউডের এই অভিনেত্রী বিদেশের মাটিতে সারলেন বিয়ে। পাত্র কে? না। তিনি কোনও অভিনেতা বা সেলেব্রিটি নন। বরং একজন কর্পোরেট কর্মী। নাম সুজিত বসু।
দিন তিনেক আগে তনুশ্রী নিজের সোশ্যাল মিডিয়ায় জানান যে তিনি লাস ভেগাসে যাচ্ছেন। তখন সবাই ভেবেছিল নেহাতই ছুটি কাটাতে যাচ্ছেন অভিনেত্রী। কিন্তু তা যে একেবারেই নয়, তা বোঝা গেল আজ। শুক্রবার সকাল সকাল এমন খবরে খুশির হাওয়া টলিউডে। অভিনেত্রী তনুশ্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই চারদিক থেকে এসেছে শুভেচ্ছা বার্তা।
লাস ভেগাসে বিয়ে করেন তিনি। পাত্র সুজিত পেশায় একজন আইটি প্রফেশনাল। জন্মসূত্রে তিনি কলকাতার ছেলে হলেও থাকেন আটলান্টায়। একজন বন্ধুর মারফত তনুশ্রীর সঙ্গে পরিচয় তাঁর। পরিচয়ের পরই বন্ধুত্ব বাড়তে থাকে দুজনের মধ্যে। অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। পরিচয়ের মাস খানেকের মধ্যেই বিয়ে করেন তনুশ্রী ও সুজিত। কা ছিল রীতি মেনে কলকাতাতেই বসবে বিয়ের আসর। কিন্তু তা হয়নি। বেড়াতে গিয়ে লাস ভেগাসে বিয়ে করেন তাঁরা। বিয়ের দিন সাদা পোশাক পরেছিলেন তনুশ্রী। সুজিত সেজেছিলেন কালো ব্লেজারে। ইউনিকভাবে বিয়ে করেন এই জুটি। তাঁদের বিয়েতে ছিল না কোনও মণ্ডপ, ছিল না কোনও পুরোহিত। প্রকৃতির কোলে বিয়ে করেন তাঁরা। অগ্নিসাক্ষী করে বিয়ে না করলেও সিঁদুর দানের রীতি রেখেছিলেন তাঁরা। গাড়ির সামনে, প্রকৃতির কোলে রাস্তাতেই অভিনেত্রীর সিঁথিতে সিঁদুর দেন সুজ
হিরের আংটি দিয়ে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন সুজিত। জানা গিয়েছে হানিমুনের জন্য ফ্লোরিডায় যাওয়ার প্ল্যান করেছেন তাঁরা। তবে হানিমুনের এই প্ল্যানে বেশিরভাগ অবদানটাই বিবি তনুশ্রীর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন