অবশেষে মিলল সুখবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার শীত পড়তে চলেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বঙ্গে পাকাপাকিভাবে প্রবেশ ঘটবে শীতের। আজ, বুধবার থেকেই কমতে শুরু করবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সপ্তাহের শেষে শীতের আমেজ উপভোগ করতে পারবে শহরবাসী।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকে ক্রমশ নামবে রাত ও দিনের তাপমাত্রা। শনিবার বা রবিবার নাগাদ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই নামতে শুরু করেছে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
নভেম্বরে শীত পড়ার আবহ তৈরি হলেও শীত সেভাবে পড়েনি। গরম-ঠান্ডার খেলায় গিয়েছে গোটা নভেম্বর। তবে এবার সেই খরা কাটতে চলেছে। আবহবিদদের মতে, বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণিঝড় ও নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়ার ফলে ব্যকফুটে চলে যায় শীত। বাড়তে থাকে পূবালি হাওয়ার দাপট। ফলে বাধা পায় উত্তুরে হাওয়া। সেই কারণেই শীত বাংলায় কামড় বসাতে পারেনি। তবে এবার আর সেই সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই। ফলে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। তাই এবার স্বমহিমায় বিরাজমান হবে শীত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন