কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার শুধু ভোটকর্মীরাই নন, ভোটের নিরাপত্তা রক্ষায় নিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও পাবেন বাড়তি ভাতা। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে কমিশন। বিভিন্ন পদে নিযুক্ত ভোটকর্মীদের দৈনিক ভাতা থেকে শুরু করে খাবারের খরচ, সব কিছুতেই এসেছে উল্লেখযোগ্য বৃদ্ধি।
কার কত ভাতা বাড়ল?
নতুন নিয়ম অনুযায়ী, প্রিসাইডিং অফিসার ও কাউন্টিং সুপারভাইজাররা আগে প্রতিদিন ৩৫০ টাকা করে ভাতা পেতেন। তা বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা। পোলিং অফিসারদের ক্ষেত্রে দৈনিক ভাতা ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪০০ টাকা। কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের ভাতা ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৫০ টাকা।
চতুর্থ শ্রেণির কর্মীদের ক্ষেত্রেও এসেছে ইতিবাচক পরিবর্তন। যারা সাধারণভাবে ভোটের কাজে যুক্ত থাকেন, তাঁরা আগে প্রতিদিন ২০০ টাকা পেতেন, এখন থেকে পাবেন ৩৫০ টাকা। কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা কর্মীদের দেওয়া হবে সর্বোচ্চ ১০০০ টাকা অবধি ভাতা।
এছাড়া ভিডিও সার্ভেল্যান্স বা মনিটরিং কমিটির দায়িত্বে থাকা কর্মীদের জন্য বরাদ্দ হয়েছে সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত ভাতা। খাবার খরচ বাবদ আগে প্রতিদিন ১৫০ টাকা বরাদ্দ থাকলেও, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য কী থাকছে? Election Commission allowance
ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষা করতে এসে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের জন্যও ভাতা বাড়ানো হয়েছে কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টরা আগে ১৫ দিনের কাজে পেতেন ২৫০০ টাকা, এখন পাবেন ৪০০০ টাকা। ১৫ দিনের বেশি হলে, প্রতি সপ্তাহে ২০০০ টাকা অতিরিক্ত।
ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টররা ১৫ দিনের মধ্যে কাজ করলে পাবেন ৩০০০ টাকা, তার বেশি হলে প্রতি সপ্তাহে ১৫০০ টাকা অতিরিক্ত।
কনস্টেবল ও হেড কনস্টেবলরা ১৫ দিনের মধ্যে কাজ করলে পাবেন ২৫০০ টাকা, তার বেশি হলে প্রতি সপ্তাহে ১২৫০ টাকা অতিরিক্ত।
এছাড়াও, সেক্টর অফিসার ও সেক্টর পুলিশ অফিসারদের জন্য বরাদ্দ হয়েছে এককালীন ১০ হাজার টাকা ভাতা। ডেপুটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা নির্বাচনী কাজে যুক্ত থাকলে তাঁদের এক মাসের বেসিক বেতন ভাতা হিসেবে দেওয়া হবে।
নির্বাচনের আগেই আর্থিক স্বস্তির বার্তা
ভোটে অংশগ্রহণকারী হাজার হাজার কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য এই পদক্ষেপ এক গুরুত্বপূর্ণ আর্থিক স্বস্তির বার্তা। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত শুধুমাত্র পরিশ্রমের মর্যাদা নয়, বরং কাজের প্রতি উৎসাহও বাড়াবে বলে মনে করছেন অনেকেই।
Bengal: Ahead of the assembly elections, the Election Commission has significantly increased daily allowances and food expenses for poll workers and central force personnel. Presiding Officers will now get ₹500/day, with similar hikes for all staff to ensure their welfare.