কলকাতা হাই কোর্টের নয়া প্রধান বিচারপতি হলেন টিএস শিবজ্ঞানম, ঘোষণা আইনমন্ত্রকের

কলকাতা হাই কোর্টের নয়া প্রধান বিচারপতি হলেন টিএস শিবজ্ঞানম, ঘোষণা আইনমন্ত্রকের

কলকাতা: কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল আইন মন্ত্রক৷ সোমবার বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হল, কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানমকেই প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হচ্ছে৷  

চলতি বছর ৯ ফেব্রুয়ারি কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে  শিবজ্ঞানমের নাম সুপারিশ করে দেশের শীর্ষ আদালতের কলেজিয়াম। প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিজ্ঞপ্তি দিয়ে তাঁদের সুপারিশের কথা জানান। এর পর গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে শিবজ্ঞানমের নাম মঞ্জুর করে কেন্দ্রীয় আইনমন্ত্রক। তাঁর নাম মঞ্জুর হওয়ার পর পয়লা এপ্রিল থেকে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেন তিনি। সোমবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে তাঁকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হল।

দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে জন্ম বিচারপতি শিবজ্ঞানমের৷ ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে তাঁর নাম নথিভুক্ত হয়। দীর্ঘ ২৩ বছর আইনজীবী হিসাবে কর্মজীবন অতিবাহিত করার পর ২০০৯ সালে মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে দায়িত্ব নেন বিচারপতি শিবজ্ঞানম। ২০১১ সালে প্রধান বিচারপতি পদে আসীন হন৷ এর ১২ বছর পর ২০২১ সালের অক্টোবর মাসে হাই কোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি হিসাবে শপথ নেন৷ ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বিচারপতি হিসাবে হাই কোর্টে মেয়াদ শেষ হবে তাঁর৷