কলকাতা: সংসদের বাদল অধিবেশন চলাকালীনই বড় রদবদলের পথে হাঁটল তৃণমূল কংগ্রেস। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দলনেতা হিসাবে নির্বাচনের পরেই মুখ্যসচেতকের পদ থেকে ইস্তফা দেন বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরেই সেই পদত্যাগপত্র গ্রহণ করে নতুন মুখ্যসচেতকের নাম ঘোষণা করল তৃণমূল। এবার থেকে লোকসভায় দলীয় চিফ হুইপের দায়িত্ব সামলাবেন উত্তর ২৪ পরগনার বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর জায়গায়, অর্থাৎ তৃণমূলের ডেপুটি লিডার হচ্ছেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়।
মুখ্যসচেতক কাকলি ঘোষ দস্তিদার, ডেপুটি লিডার শতাব্দী Kakoli Ghosh Dastidar Chief Whip
এক সরকারি বিবৃতি জারি করে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল লোকসভায় তৃণমূল সংসদীয় দলের মুখ্যসচেতক পদ থেকে ইস্তফা দিয়েছেন। দলের সংসদীয় চেয়ারপার্সন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং এই গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁর দীর্ঘ দিনের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রবীণ সাংসদদের সঙ্গে আলোচনার পর লোকসভায় নতুন মুখ্যসচেতক হিসেবে ডাঃ কাকলি ঘোষ দস্তিদার এবং ডেপুটি লিডার হিসেবে শতাব্দী রায়কে মনোনীত করা হয়েছে।”
তৃণমূলের পক্ষ থেকে দলের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডলেও মঙ্গলবার দুপুরে এই খবর প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, ‘এই রদবদল অবিলম্বে কার্যকর হবে।’
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতা Kakoli Ghosh Dastidar Chief Whip
উল্লেখযোগ্যভাবে, সোমবারই লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতা হিসেবে ঘোষণা করার পরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর পদ থেকে সরে দাঁড়ান। এরপর সংবাদমাধ্যমের সামনে এসে তিনি খোলাখুলি ক্ষোভ প্রকাশ করেন মহুয়া মৈত্রর বিরুদ্ধে। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
এই পটপরিবর্তনের আবহেই মাত্র এক দিনের ব্যবধানে লোকসভায় তৃণমূলের নেতৃত্বে বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। এই সিদ্ধান্তে অভিজ্ঞতা এবং ভারসাম্যের বার্তা দিতে চেয়েছে তৃণমূল, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
তৃণমূলের দপ্তর থেকে জানানো হয়েছে, সংসদের চলতি অধিবেশনেই নতুন দায়িত্বে নিজেদের ভূমিকা পালন করবেন কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়।
Bengal: Trinamool Congress announces a major leadership shake-up in Lok Sabha. Following Kalyan Banerjee’s resignation, Dr. Kakoli Ghosh Dastidar is appointed Chief Whip, and Shatabdi Roy becomes Deputy Leader. This reshuffle comes after Abhishek Banerjee was named the new party leader in Lok Sabha.