১৬ লক্ষ থেকে ১০ কোটি! কোন যাদুমন্ত্রে সম্পত্তিবৃদ্ধি? কুণালের নিশানায় শিবির

১৬ লক্ষ থেকে ১০ কোটি! কোন যাদুমন্ত্রে সম্পত্তিবৃদ্ধি? কুণালের নিশানায় শিবির

কলকাতা: সম্পত্তি নিয়ে বঙ্গ রাজনীতিতে রাজনৈতিক তরজা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানানোর ২৪ ঘণ্টার মধ্যে আয়কর রিটার্নের নথি প্রকাশ্যে এনে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের দিকে তির ছুড়লেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ফাঁস করলেন শুভেন্দুর পিতা তথা ‘শান্তি কুঞ্জে’র কর্তা শিশির অধিকারীর সম্পত্তির খতিয়ান। ঘটনাচক্রে, শিশির অধিকারী এখনও খাতায়কলমে তৃণমূলেরই সাংসদ। এদিন কুণাল তাঁর সম্পত্তির হিসাব প্রকাশ্যে এনে দাবি করেন, নির্বাচনী হলফনামা অনুযায়ী এক বছরে শিশিরের সম্পত্তি বেড়েছে ১০ কোটি টাকা৷ ১৬ লক্ষ টাকা থেকে এক লাফে ১০ কোটি টাকা! কোন জাদুতে এই সম্পত্তি ফুলে কলাগাছ হল? প্রশ্ন তুলেছেন কুণাল। জবাবও দিয়েছেন শিশির।

শনিবার এক্স হ্যান্ডলে একটি পোস্টে করে শিশিরের সম্পত্তির খতিয়ান তুলে ধরেন কুণাল৷ তিনি জানান, ২০০৯ সালে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন শিশিরের সম্পত্তির পরিমাণ ছিল ১০ লক্ষ টাকা। প্রধানমন্ত্রীর দফতরের তথ্য অনুযায়ী, ২০১২ সালে তাঁর সম্পত্তির বেড়ে দাঁড়ায় ১০ কোটি টাকা। ২০১৯ সালে আবার তা নেমে আসে তিন কোটি টাকায়। কুণালের প্রশ্ন, ‘‘এই পরিসংখ্যান সত্য না মিথ্যা? ১০ লক্ষ থেকে কী ভাবে ১০ কোটি হল? আবার ১০ কোটি কমে তিন কোটিই বা হল কী করে? এটা কি ম্যাজিক?’’

তৃণমূল মুখপাত্র আক্রমণ শানাতেই শিশির বলেন, ‘‘সারদায় জেল খাটা আসামির প্রশ্নের কোনও জবাব আমি দেব না। ১৯৬৮ সাল থেকে আমি আয়কর দিচ্ছি। সব রেকর্ড আছে। কেউ চাইলে দেখে নিতে পারে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *