ধেয়ে আসছে কালবৈশাখী, দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আকাশ?

ধেয়ে আসছে কালবৈশাখী, দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আকাশ?

কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদের ঝলক দেখা যায়নি। সেই সঙ্গে বইছে হাওয়া। আজ, অর্থাৎ বুধবার থেকেই গাঙ্গেও দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বছরের প্রথম কালবৈশাখীর সাক্ষী থাকবে কলকাতাবাসী৷ তবে আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই৷ তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজ কালবৈশাখী এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷

আরও পড়ুন- দিল্লিতে ED-র দফতরে হাজিরা দেবেন না কেষ্ট-কন্যা! আইনজীবী মারফত চিঠি পাঠালেন সুকন্যা

নিম্নচাপের প্রভাবে দুই বঙ্গেই ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়ার এমনই পরিস্থিতি থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতায় দিনভর কার্যত রোদ মেঘের খেলা চলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি শিলাবৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পাঁচ জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে৷ 

পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,  পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চারদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হবে। ঝড়-বৃষ্টির জেরে গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিনে ২ থেকে ৪ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে৷