পূর্বাভাস থাকলেও বৃষ্টি হয়নি বুধে, জামাইষষ্ঠীর দিন কেমন থাকবে কলকতার আবহাওয়া?

পূর্বাভাস থাকলেও বৃষ্টি হয়নি বুধে, জামাইষষ্ঠীর দিন কেমন থাকবে কলকতার আবহাওয়া?

 কলকাতা:  বুধবার সকাল থেকে কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা৷ রোদের তেজ সেভাবে দেখা যায়নি৷ মাঝে মাঝে হাওয়াও দিচ্ছিল। তবে পূর্বাভাস থাকলেও গতকাল আর ঝড়বৃষ্টি হয়নি। কলকাতা ও সংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক৷ 

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ যা স্বাভাবিকের থেকে কিছুটা কম৷ আজ দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে মাঝে মাঝেই সূর্যের ঝলক দেখা যাবে৷ তবে রোদের তেজ ততটা থাকবে না।

তবে জামাইষষ্ঠীর দিনে কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর। সঙ্গে কোথাও কোথাও প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইবে৷ আজ শহরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আজ কলকাতায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আজ হয়ত বৃষ্টির জন্য আর বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। দুপুরের মধ্যেই  আকাশ কালো করে ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণের জেলায়। তেমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ ঝড়-বৃষ্টির জন্যেই শহরে তাপমাত্রা অনেকটা কম থাকবে৷ 

আগামিকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রির আশেপাশে। আগামিকালও কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে হাওয়া। আগামিকাল কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷