তপ্ত বিশ্বভারতী! রাষ্ট্রপতির সফরের আগেই শো কজ সাত অধ্যাপককে! উপাচার্যের বিরুদ্ধে পাল্টা চিঠি

তপ্ত বিশ্বভারতী! রাষ্ট্রপতির সফরের আগেই শো কজ সাত অধ্যাপককে! উপাচার্যের বিরুদ্ধে পাল্টা চিঠি

শান্তিনিকেতন: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে আজ শান্তিনিকেতনে যাচ্ছেন বঙ্গ সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার ঠিক আগে ফের অশান্তির বাতাবরণ বিশ্বভারতীতে। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে এমনিতেই ক্ষোভ রয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকদের একাংশের বিরুদ্ধে৷ অভিযোগ, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠানো হয়েছে৷ এর পরেই ৭ অধ্যাপককে শো কজ করা হয়। অন্য দিকে, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অপসারণ দাবি করে রাষ্ট্রপতিকে খোলা চিঠি দিলেন প্রবীণ আশ্রমিকরা৷ তাঁদের পাশাপাশি ওই চিঠিতে নাম রয়েছে মনোজ মিত্র, শুভাপ্রসন্ন, কবীর সুমন, জয় গোস্বামী-সহ একাধিক বিদ্বজ্জনের৷ 

আরও পড়ুন- ‘সংসদ রত্ন’ পুরস্কার পেলেন বাংলার সুকান্ত ও অধীর, কোন কোন বিষয় দেখে এই পুরস্কার দেওয়া হয়?

 

মঙ্গলবার ২০২২ সালের শিক্ষাবর্ষে উর্ত্তীর্ণ পড়ুয়াদের জন্য সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা রয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। ওই অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উল্লেখ করে রাষ্ট্রপতিকে একটি চিঠি লিখেছিলেন ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের সদস্যরা। অভিযোগ, তার পরেই সাত অধ্যাপককে শো-কজ করা হয়৷ ওই সাত অধ্যাপক হলেন- সুদীপ্ত ভট্টাচার্য, তথাগত চৌধুরী, কৌশিক ভট্টাচার্য, অরিন্দম চক্রবর্তী, শরৎকুমার জেনা, সমীরণ সাহা ও রাজেশ কেভি।

ওই চিঠিতে বিশ্বভারতীর নানা বিষয় তুলে ধরা হয়েছে৷ জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ‘অনিয়ম’, একাধিক অধ্যাপক-অধ্যাপিকা এবং পড়ুয়াকে শো কজের প্রসঙ্গও তুলে ধরা হয়।  চিঠিতে উপাচার্য চক্রবর্তীর সমালোচনাও করা হয়েছে। তুলে ধরা হয়েছে অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর জমি-বিবাদের কথাও।