শীতের আমেজ মাটি করে সামান্য চড়ল পারদ, রয়েছে বৃষ্টির পূর্বাভাসও

শীতের আমেজ মাটি করে সামান্য চড়ল পারদ, রয়েছে বৃষ্টির পূর্বাভাসও

কলকাতা: শীতের আমেজ খানিকটা ভেস্তে সামান্য চড়ল তাপমাত্রা। জেলায় জেলায় যে শীতের আমেজ অনুভূত হচ্ছিল, তা অনেকটাই ম্লান। কলকাতা ও সংলগ্ন এলাকায় বুধবার দুপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমের ও উপকূলের ছয় জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলাতেও বৃষ্টি হবে। তাপমাত্রার ওঠানামায় রাজ্যে আপাতত হেমন্তের আমেজ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

জেলায় জেলায় শীতের আমেজ কমলেও শুষ্ক আবহাওয়ায় বেশ মনোরম পরিবেশ রয়েছে বাংলায়। রয়েছে পূবালী হাওয়ার প্রভাব। তবে আপাতত গরম বাড়বে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। ৩ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা শীতের আমেজ থাকবে। তবে দিন ও রাতের তাপমাত্রা আগামী কয়েক দিনে কিছুটা বাড়বে। ফলে মাটি হবে শীতের আমেজ৷ আগামী শুক্রবার পর্যন্ত তাপমাত্রা এরকমই থাকবে। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *