সুপ্রিম নির্দেশের পর রাজ্যে মাত্র একটি প্রেক্ষাগৃহে চলছে ‘দ্য কেরালা স্টোরি’, বিমুখ কলকাতা

সুপ্রিম নির্দেশের পর রাজ্যে মাত্র একটি প্রেক্ষাগৃহে চলছে ‘দ্য কেরালা স্টোরি’, বিমুখ কলকাতা

কলকাতা: ছবি মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে ‘দ্য কেরালা স্টোরি’৷ গত ৮ মে পশ্চিমবঙ্গে  এই ছবি  নিষিদ্ধ   ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় টিম কেরালা। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে এ রাজ্যে ফের ছবিটির প্রদর্শন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সেই নির্দেশ বাস্তবায়িত করেনি রাজ্য। একটিমাত্র ব্যতিক্রম ছাড়া কলকাতা বা তার বাইরের কোনও হলেই দেখানো হচ্ছে না কেরালা স্টোরি।

জানা গিয়েছে, রাজ্যের একটি মাত্র প্রেক্ষাগৃহে চলছে  ‘দ্য কেরালা স্টোরি’৷ আর তাতে বেশ ভালো মতোই সাড়া দিচ্ছেন দর্শকরা৷ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন (ইমপা) দাবি করেছে, ২০ মে থেকে এই ছবি রীতিমতো রমরমিয়ে চলছে উত্তর ২৪ পরগনার বনগাঁর রামনগর রোডের সীমা সিনেমাহলে। 

‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি পাওয়ার পরে প্রাথমিক ভাবে কলকাতা ও রাজ্যের ৬০টি হলে চলছিল এই সিনেমার প্রদর্শন। কয়েক দিন চলতে না চলতেই, গত ৮ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এক বৈঠকে দাবি করেন, এই ছবি ধর্মীয়ভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও প্ররোচণামূলক। এই ছবি দেখানো হলে রাজ্যে অশান্তি সৃষ্টি হতে পারে। ছবি নিষিদ্ধ হওয়ার দশ দিন অর্থাৎ গত ১৮ মে সুপ্রিম কোর্টের নির্দেশে কেরালা স্টোরির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। কিন্তু দেখা গেল আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও, কলকাতা বা রাজ্যের বাকি জেলার সিনেমাওয়ালারা এই ছবি নিয়ে খুব একটা আগ্রহ দেখালেন না৷