tmcp showing black flag to suvendu
কোচবিহার: কোচবিহার সফরে এসে তীব্র প্রতিবাদের মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গের রাজনীতি। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। দলীয় কর্মসূচিতে যোগ দিতে কোচবিহারে যাওয়ার পথে ঘাগড়াবাড়ি এলাকায় তাঁর কনভয়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিজেপির দাবি, পুলিশের সামনেই ইটবৃষ্টি ও লাঠিচার্জ চলে তাঁদের গাড়িগুলোর উপর।
কনভয়ে হামলা
বিজেপি সূত্রের দাবি, ইটের আঘাতে শুভেন্দুর গাড়ির পিছনের কাচ ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয় কনভয়ের আরও একাধিক গাড়ি। পরিস্থিতির ঘনঘটার মাঝেই পুলিশ তাঁকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ দ্রুত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
বিজেপি’র প্রতিক্রিয়া tmcp showing black flag to suvendu
ঘটনার প্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে কোচবিহারে দলের তিন বিধায়কের উপর হওয়া হামলার প্রতিবাদে এ দিন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে অংশ নিতে শুভেন্দু কোচবিহার যাচ্ছিলেন। কিন্তু সকাল থেকেই জেলার বিভিন্ন মোড়ে কালো পতাকা হাতে জমায়েত শুরু করেন তৃণমূল কর্মীরা। সেই জমায়েতই পরিণত হয় সংঘর্ষে।
দায় অস্বীকার তৃণমূলের
তৃণমূল কংগ্রেস অবশ্য এই সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। শাসকদলের দাবি, তাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে ঘটনাকে রাজনৈতিক রং দিচ্ছে।
ঘটনার জেরে এলাকাজুড়ে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। পুলিশের তরফে এখনও কোনও সরকারি বিবৃতি মেলেনি।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের সরব হতে শুরু করেছে বঙ্গ রাজনীতি। মুখ্যমন্ত্রীর নিরবতা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। কোচবিহারে সংঘর্ষের এই ঘটনা যে রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক মেরুকরণে বড়সড় ইঙ্গিতবাহী হতে চলেছে, তা নিয়ে একমত রাজনৈতিক বিশ্লেষকরাও।
Bengal: Leader of the Opposition, Suvendu Adhikari, faced strong protests during his visit to Cooch Behar, sparking a political clash in North Bengal. His BJP-led rallies were met with counter-protests from the Trinamool Congress, escalating tensions in the region.