আবহাওয়া দপ্তর আগেই ইঙ্গিত দিয়েছিল বছর ভরা বর্ষা দেখতে চলেছে বাংলা। সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হল। আষাঢ় মাসে ভারী বৃষ্টির স্বাদ পেয়েছে পশ্চিমবঙ্গ। শ্রাবণেও তার ব্যতিক্রম নেই। হাওয়া ফিস বলে, গোটা মাসজুড়েই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জায়গায় জায়গায়।
গত সপ্তাহের শেষের দিকে ভারী বৃষ্টিতে ভেসেছে কলকাতা ও শহরতলি। আজ সোমবারও দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। তবে গত সপ্তাহের বৃষ্টির জেলে এখনও একাধিক জায়গা জলমগ্ন। ফলে হালকা বৃষ্টিতেও ভোগান্তির শিকার হতে পারে সাধারণ মানুষ। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি হলেও জারি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা। চলবে শনিবার পর্যন্ত।
তবে উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। ভারী হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। ধস নামতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তর পূর্ব উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। ফলে বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছেই।
Get the latest West Bengal weather update, including temperature, humidity, wind speed, and precipitation forecast. Stay informed about the weather conditions in West Bengal.