২০২৬-২৭ থেকে নবম শ্রেণিতে CBSE’র ‘ওপেন বুক’ পরীক্ষা, কী ভাবে হবে মূল্যায়ন?

নয়াদিল্লি: কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে চালু করতে চলেছে ‘ওপেন বুক’ পরীক্ষা। অর্থাৎ পরীক্ষার হলে বই বা নিজস্ব নোট সঙ্গে…

CBSE open book exams class 9

নয়াদিল্লি: কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে চালু করতে চলেছে ‘ওপেন বুক’ পরীক্ষা। অর্থাৎ পরীক্ষার হলে বই বা নিজস্ব নোট সঙ্গে নিয়েই বসতে পারবেন পড়ুয়ারা। বোর্ডের দাবি, এই পদক্ষেপ মুখস্থনির্ভর শিক্ষা কমিয়ে শিক্ষার্থীদের বোধগম্যতা, বিশ্লেষণ ক্ষমতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা বাড়াবে।

জুন মাসে CBSE-এর গভর্নিং বডির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়, যা অধিকাংশ শিক্ষকের সমর্থন পেয়েছে। উদ্যোগটি এসেছে জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০ এবং জাতীয় পাঠ্যক্রম কাঠামো (NCFSE) ২০২৩–এর নির্দেশনা অনুযায়ী।

কীভাবে হবে পরীক্ষা

নবম শ্রেণিতে ভাষা, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে প্রতি সেশনে তিনটি করে কলম-কাগজ পরীক্ষা হবে। বই বা নোট থেকে ধারণা নিয়ে উত্তর লিখতে হবে, তবে হুবহু কপি করলে নম্বর মিলবে না—প্রশ্ন তৈরি হবে এমনভাবে, যাতে বিশ্লেষণ, তুলনা ও যুক্তি প্রয়োগ অপরিহার্য হয়। পরীক্ষাগুলি স্কুলেই হবে এবং অভ্যন্তরীণ মূল্যায়নের অংশ হিসেবে প্রাপ্ত নম্বর যুক্ত হবে অন্যান্য লিখিত পরীক্ষার সঙ্গে। CBSE জানাচ্ছে, বই হাতে থাকলেও সময়সীমা ও প্রশ্নের প্রকৃতি নকলের সুযোগ কমিয়ে দেবে।

পরীক্ষা পরিচালনার ধরন CBSE open book exams class 9

ওপেন বুক পরীক্ষা মূলত দুইভাবে হয়-

অফলাইন মোডে: পরীক্ষাকক্ষে বসে অনুমোদিত বই ও রেফারেন্স ব্যবহার করে উত্তর লেখা।

অনলাইন মোডে: নির্দিষ্ট পোর্টালে লগ ইন করে নির্ধারিত সময়ে পরীক্ষা দেওয়া।

স্কুল স্তরে CBSE শুধুমাত্র অফলাইন পদ্ধতিতেই পরীক্ষা নেবে।

লক্ষ্য ও সম্ভাব্য সুফল

NCFSE জানিয়েছে, এই পদ্ধতির মূল লক্ষ্য শিক্ষার্থীর তথ্য সংগ্রহ, প্রাসঙ্গিকতা বোঝা এবং তা থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাই করা। এর ফলে শিক্ষার্থীরা মুখস্থ করার অতিরিক্ত চাপ থেকে মুক্তি পাবে এবং পাঠ্যবস্তুকে গভীরভাবে অনুধাবনের সুযোগ পাবে। সমালোচনামূলক চিন্তাভাবনা ও যুক্তি প্রয়োগের দক্ষতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকর হবে। পাশাপাশি, তথ্য খোঁজার ও বিশ্লেষণ করার অভ্যাস গড়ে উঠবে, যা একবিংশ শতাব্দীর শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সব মিলিয়ে, এই পদ্ধতি শিক্ষার্থীদের মানসিক চাপও অনেকাংশে হ্রাস করবে, ফলে তারা পরীক্ষার সময় আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

পাইলট প্রকল্পের ফলাফল

ওপেন বুক পদ্ধতির কার্যকারিতা যাচাই করতে আগে পাইলট পরীক্ষা নেয় CBSE। তাতে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ছিল ১২% থেকে ৪৭%-এর মধ্যে। বিশেষজ্ঞদের মতে, বই হাতে থাকলেও উত্তর সাজিয়ে লেখার দক্ষতা সবার মধ্যে সমান নয়। তবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই দক্ষতা উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Education: CBSE will introduce open-book exams for Class 9 from the 2026-27 academic year to reduce rote learning and enhance critical thinking, analysis, and comprehension skills. This move aligns with the National Education Policy 2020 and has been approved by the board’s governing body.