অভি নেই! পুজোর শহর ছেড়ে দূরে কেরলের নিরিবিলিতে পরিবার

অভি নেই! পুজোর শহর ছেড়ে দূরে কেরলের নিরিবিলিতে পরিবার

কলকাতা: মা এসেছেন৷ চারিদিকে সাজোসাজো রব৷ ঢাকের বাদ্যি, আলোর রোশনাই৷ কিন্তু দক্ষিণ কলকাতার চট্টোপাধ্যায় বড়িতে থমথমে অন্ধকার৷ প্রতি বছর ধুমধাম করে পুজো হত তাঁদের বাড়িতে৷ কিন্তু এবার আর মা এলেন না৷ দালানে প্রদীপও জ্বলল না৷ বদলে শুধুই নিরবতা৷ এবার যে বাড়ির কর্তাই নেই৷ গত মার্চ মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়৷ এভাবে অকালে তাঁর চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেতার পরিবার৷ তাই তো মেয়ে ডলের হাত ধরে শহর থেকে অনেক দূরে কেরলে পাড়ি দিলেন অভিষেকের স্ত্রী সংযুক্তা।

আরও পড়ুন- অন্যের স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা, ভাইরাল এমএমএস… বিতর্কিত প্রাক্রুতি এবার বিগ বস-এর ঘরে

সপ্তমীর সকালে একদৃষ্টে মেঘের দিকে তাকিয়ে অভিষেকের বছর ১০-এর মেয়ে ডল। বাবা নেই৷ কিন্তু কোথাও যেন তাঁর সঙ্গেই আছে৷ শহর ছাড়ার সময় বার বার সে কথাই মনে করল অভিষেক-কন্যা৷ ডল লিখল, “আমিও মা বাবার সঙ্গে পুজো কাটাব। কিন্তু, আমার মতো করে৷ তোমরাও আনন্দ করো।”   

প্রতি বছর পুজোর আনন্দে গা ভাসাত চট্টোপাধ্যায় পরিবার৷ তবে অভিষেক ছাড়া এই বছর পুজোটা নিরিবিলিতেই কাটাতে চান মা-মেয়ে৷ এর আগে অভিষেকের স্ত্রী সংযুক্তা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এবার তাঁর পক্ষে পুজো করাটা সম্ভব নয়৷ অনেকেই তাঁকে বলেছেন, পুজো করলে অভির ভাল লাগবে, কিন্তু তিনি পারবেন না। শহর থেকে বহু দূরে কোথাও চলে যেতে চান৷ যেখানে ঢাকের আওয়াজ তাঁর কানে আসবে না। যেখানে কোনও হই-হুল্লোড় থাকবে না। পুজোটাকে ভুলেই থাকতে চান তিনি৷ সেই মতোই সপ্তমীর সকালে কেরলে উড়ে যান সংযুক্তা ও ডল৷