‘পাঠান’ ঝড়ে কাবু দেশ, এ বার মধ্যরাতেও ছবি দেখার ব্যবস্থা

‘পাঠান’ ঝড়ে কাবু দেশ, এ বার মধ্যরাতেও ছবি দেখার ব্যবস্থা

 মুম্বই: ২০২৩-এর শুরুটা বেশ জমজমাট ভাবেই হল বলিউডে৷ ‘পাঠান’-কে কেন্দ্র করে উন্মাদনার নতুন রং দেখল বিটাউন৷ ছবি মুক্তির প্রথম দিনেই ‘পাঠান’-কে কেন্দ্র করে ভক্তদের যে পাগলামো দেখল গোটা দেশ, তাতে এই ছবিকে বছরের প্রথম ব্লকবাস্টার বললে অত্যুক্তি হয় না৷ বরং সময়ের সঙ্গে সঙ্গে শাহরুখ খান ও দীপিকা পাদুকোন অভিনীত ‘পাঠান’ নিয়ে উত্তেজনা আরও বেড়েই চলেছে৷ অগ্রিম টিকিট বুকিংয়ের সময় দর্শকদের জন্য শুরু হয়েছিল সকাল ৬টা ও ৭টার শো। এ বার সেই দর্শক চাহিদা মেটাতেই মধ্যরাতে শো চালুর চিন্তা-ভাবনা শুরু করল প্রেক্ষাগৃহের মালিকরা৷ 

আরও পড়ুন- ‘পাঠান’ প্রশংসায় কঙ্গনা, অনুপম! নেটিজেনরা বলছে ‘ভূতের মুখে রামনাম’

বুধবার, ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পাঠান’। সপ্তাহের মাঝখানে মুভি রিলিজ৷ তাতে কী?কাজ সামলে প্রেক্ষাগৃহের সামলে দলে দলে মানুষের ভিড়৷ চাহিদা এতটাই যে, ছবি মুক্তির তিন আগেই টিকিট প্রায় শেষ৷ যাঁরা টিকিটের জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন, তাঁদের কথা ভেবেই এবার রাত সাড়ে ১২টায় ‘পাঠান’-এর শো চালু করার সিদ্ধান্ত নিল ছবির প্রযোজক ‘যশরাজ ফিল্মস’। শুধু বাণিজ্যনগরী মুম্বইয় নয়, গোটা দেশে মধ্যরাতের শো চালুর ব্যবস্থা করল ওয়াইআরএফ।