কর্মবিরতির পথে টলিপাড়া? ফেডারেশনের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ভেন্ডার্স গিল্ডের

কর্মবিরতির পথে টলিপাড়া? ফেডারেশনের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ভেন্ডার্স গিল্ডের

কলকাতা: বন্ধ হতে পারে শ্যুটিং৷ সিঁদুরে মেঘ দেখছে টলিপাড়া। ভেন্ডার্স গিল্ডের (সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন)  ইন্ডাস্ট্রির বেশ কিছু প্রযোজক এবং ফেডারেশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে৷ সংগঠনের দাবি, অসহযোগিতা চলতে থাকলে তারা কর্মবিরতির পথে হাঁটবে।

প্রসঙ্গত, ভেন্ডার্স গিল্ড টলিপাড়ার শুটিংয়ের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে। তার মধ্যে রয়েছে বিভিন্ন প্রপ্‌স, লাইট-সহ আরও অনেক কিছু৷ এখন তারা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে ইন্ডাস্ট্রিও স্তব্ধ হয়ে যাবে। সংগঠনের সদস্যদের কাছে ফোনে যে মেসেজে পাঠানো হয়েছে, তাতে লেখা হয়েছে, ‘‘ফেডারেশন ও প্রডিউসাররা আমাদের সঙ্গে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে অসহযোগিতা করছে। ফেডারেশনের কিছু সদস্য আমাদের বেশ কিছু সাপ্লায়ারের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে।’’ সেই সঙ্গে আরও লেখা হয়েছে, ‘‘এমনটা চলতে থাকলে, আমরা কাজ বন্ধের পথে হাঁটব।’’ পাশাপাশি সংগঠনের যে সদস্যদের উপর প্রযোজক বা ফেডারেশনের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, প্রযোজক এবং ফেডারেশনের তরফে তাঁদের কাছে লিখিত ভাবে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে।

এই প্রসঙ্গে ভেন্ডার্স গিল্ডের সভাপতি সৈকত দাস প্রথমসারের এক সাংবাদমাধ্যমকে বলেন, ‘‘সাপ্লায়ারদের নিষিদ্ধ ঘোষণা করাটা অনৈতিক। ফেডারেশন যখন আমাদের সদস্যদের সঙ্গে কাজ করবে না, তখন ফেডারেশন থাকলে আমরাও কাজ করব না।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *