ঢিলেঢালা পোশাকে ধীর পায়ে হাঁটছেন ক্যাটরিনা! মা হতে চলেছেন ভিকি ঘরণী?

মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে কড়া নিরাপত্তায় সাতপাক ঘুরেছিলেন এই তারকা-দম্পতি। দেখতে দেখতে…

Vicky Katrina Baby Rumors

মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে কড়া নিরাপত্তায় সাতপাক ঘুরেছিলেন এই তারকা-দম্পতি। দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় চার বছর। এর মধ্যে একাধিকবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছে বি-টাউনে। তবে এবারের গুঞ্জনে যেন যোগ হয়েছে খানিকটা নতুন মাত্রা। কারণ, এবার জল্পনায় যেন ‘ঘৃতাহুতি’ দিয়েছেন স্বয়ং ক্যাটরিনাই।

একসঙ্গে ভিকি-ক্যাটরিনা

সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে, যেখানে ভিকি ও ক্যাটরিনাকে দেখা গিয়েছে একসঙ্গে হাঁটতে। হাতে হাত রেখে ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন তাঁরা। ক্যাটরিনার পরনে ছিল সাদা রঙের ঢিলেঢালা কো-অর্ড সেট। ভিকির পরনে ছিল সাদা শার্ট ও নীল ডেনিম। এই ঢিলেঢালা পোশাক ও ক্যাটরিনার ‘সাবধানী’ হাঁটার ধরন নিয়েই এবার ফের সরগরম অনুরাগীমহল।

অনেকের দাবি, ক্যাটরিনার পোশাক ছিল এমনভাবে সাজানো, যাতে শরীরের বিশেষ কোনও পরিবর্তন ঢাকা থাকে। কেউ কেউ বলছেন, অভিনেত্রী স্পষ্টতই ধীর গতিতে হাঁটছিলেন, যেন নিজেকে অতিরিক্ত ক্লান্তি থেকে বাঁচানোর চেষ্টা করছেন। এক অনুরাগীর কথায়, “ওঁর মুখে সেই বিশেষ আলো, চলার মধ্যে সংযম… খুব সম্ভবত খুশির খবর আসছে।”

আগেও অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন Vicky Katrina Baby Rumors

এর আগেও অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছিল ক্যাটরিনাকে ঘিরে, বিশেষ করে গত বছর অম্বানী পরিবারের বিয়ের আসরে, যেখানে তাঁর হাঁটার ধরণ ও পোশাক ঘিরে শুরু হয় জোর চর্চা। যদিও তখনকার মতো এবারও দম্পতির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই ক্যাটরিনা ধীরে ধীরে সমাজমাধ্যম এবং জনসমক্ষে উপস্থিতি কমিয়ে দিয়েছেন। নতুন কোনও ছবির ঘোষণাও বেশ কিছুদিন ধরে আসেনি তাঁর তরফে। সব মিলিয়ে অনুরাগীদের প্রশ্ন, তবে কি অবশেষে সত্যিই মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ?

এখনও নিশ্চিত করে কিছু বলা না গেলেও, বি-টাউনের এই চর্চার কেন্দ্রে ফের উঠে এলেন ক্যাটরিনা। তবে সত্যিই খুশির খবর থাকলে, তাতে যে বলিপাড়ায় উচ্ছ্বাসের ঢেউ উঠবে, তা বলাই বাহুল্য।

 

Entertainment: Is Katrina Kaif pregnant? New viral video of her & Vicky Kaushal walking hand-in-hand in loose clothing and a “cautious” gait fuels fresh pregnancy rumors. Fans speculate about a “special glow” & a baby announcement from the popular Bollywood couple. Get the latest on the Vickey-Katrina baby buzz!