‘ইয়ে দোস্তি…’ রাশিয়ার পাশে ভারত, ট্রাম্পের চোখ রাঙানি এড়িয়ে কূটনৈতিক বার্তা মোদীর

India Russia relationship ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’, এই বলিউড ক্লাসিক যেন নিখুঁত ভাবে ব্যাখ্যা দেয় মোদী-পুতিন সম্পর্কের। রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আবহেও মস্কোর পাশে…

India Russia relationship

‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’, এই বলিউড ক্লাসিক যেন নিখুঁত ভাবে ব্যাখ্যা দেয় মোদী-পুতিন সম্পর্কের। রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আবহেও মস্কোর পাশে অনড় ভারত। ভ্লাদিমির পুতিনের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত বুঝিয়ে দিলেন, নয়া দিল্লি নিজের কৌশলগত স্বার্থে আপস করবে না, আর ট্রাম্পের হুমকির ভাষাও ভারত মেনে নেবে না।

সম্প্রতি রুশ তেল আমদানি বন্ধ করেছে ভারত, এমন খবর ছড়াতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী মন্তব্য করেন। কিন্তু অচিরেই ভারত স্পষ্ট জানিয়ে দেয়, রুশ তেল আমদানি অব্যাহত রয়েছে, সাময়িক ঘাটতি এসেছে শুধুই বাণিজ্যিক কারণে মূল্য, ক্রুড কোয়ালিটি, লগিস্টিকস ইত্যাদির নিরিখে। এই বার্তাই প্রমাণ করে দিল ভারত-রাশিয়ার সম্পর্ক রাজনৈতিক চাপের ঊর্ধ্বে।

রাশিয়ার সফরে প্রস্তুতি ডোভাল-জয়শঙ্করের, আসছেন পুতিনও

বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের ঘনিষ্ঠতা আরও স্পষ্ট হচ্ছে আসন্ন কূটনৈতিক সফরে। চলতি মাসেই রাশিয়া যেতে পারেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেইসঙ্গে ২০২১ সালের পর প্রথমবার পুতিনের ভারত সফরের সম্ভাবনাও জোরাল হচ্ছে। যা কার্যত ট্রাম্প প্রশাসনের জন্য নতুন অস্বস্তির বার্তা।

তৃতীয় পক্ষ নয়, সম্পর্কের ভিত্তি নির্ধারণ করে ভারত নিজেই India Russia relationship

আমেরিকার অস্বস্তির উত্তরে বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়া ছিল পরিমিত, কিন্তু অত্যন্ত কৌশলী। সাফ বলা হয়েছে—“ভারতের প্রতিটি দ্বিপাক্ষিক সম্পর্ক তার নিজস্ব ভিত্তিতে গড়ে ওঠে, তা তৃতীয় পক্ষের চশমায় দেখা অনুচিত।” অর্থাৎ, ভারত-রাশিয়া সম্পর্কের ওপর মার্কিন আপত্তিকে গুরুত্ব দিতে রাজি নয় দিল্লি।

রাশিয়ার S-400, না কি আমেরিকার F-35? মোদীর পছন্দ স্পষ্ট

রুশ অস্ত্রনীতির সঙ্গেও মোদী সরকারের অটুট সম্পর্ক স্পষ্ট। ভারত সরকারের তরফে সংসদে জানানো হয়েছে, আমেরিকার প্রস্তাবিত F-35 ফাইটার জেট ক্রয়ের কোনও আলোচনা হয়নি। বরং রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ও সম্ভবত Su-57 যুদ্ধবিমান ক্রয়েই আগ্রহী ভারত। ফলে সামরিক ক্ষেত্রেও মার্কিন সমীকরণে ভারত বিশেষ পাত্তা দিচ্ছে না।

কৃষি নিয়ে ‘না’ স্পষ্ট, ট্রাম্পের শুল্ক চাপ গ্রহণযোগ্য বলেই মনে করছে ভারত

একের পর এক বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর আমেরিকা ভারতের উপর ৭ অগস্ট থেকে ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে। তবুও ভারতের অবস্থান অনড়। কোনও কৃষিপণ্য, আমেরিকান ডেইরি কোম্পানি কিংবা জিএম ফসল নিয়ে আপস করবে না মোদী সরকার। কারণ, দেশের কৃষকস্বার্থেই এই অবস্থান অপরিবর্তনীয়।

সরকারের শীর্ষ সূত্র বলছে, এই শুল্কে ০.২ শতাংশ GDP ক্ষতির সম্ভাবনা থাকলেও তা “নিয়ন্ত্রণযোগ্য ও অনুমানভিত্তিক।” কেন্দ্র মনে করছে, নিজের কোর ইন্টারেস্ট বিসর্জন দিয়ে কয়েকশো কোটি ডলারের জন্য আত্মসমর্পণ করবে না ভারত।

চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে সীমিত পরিসরের কোনও ‘মিনি ট্রেড ডিল’-এর সম্ভাবনা থাকলেও, ততদিন কড়া অবস্থান বজায় রাখাই সরকারের কৌশল।

India: India’s unwavering friendship with Russia remains strong despite international pressure and threats from the Trump administration. Upcoming visits by Ajit Doval and S. Jaishankar to Moscow and a potential visit by President Putin to India highlight the deep strategic bond between the two nations.