ভোট চুরি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কর্নাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লক্ষাধিক ভুয়ো ভোটার দিয়ে বিজেপিকে জেতানো হয়েছে- এমনই দাবি ছিল তাঁর। এবার সেই অভিযোগের পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন (ECI)। স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তারা, অভিযোগে সত্যতা থাকলে রাহুল যেন ঘোষণাপত্রে সই করেন, নচেৎ দেশবাসীর কাছে ক্ষমা চান।
কী বলেছিলেন রাহুল?
সম্প্রতি দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ তোলেন, “বিজেপির সঙ্গে মিলে নির্বাচন কমিশন ভোট চুরি করেছে। আমরা ইলেকট্রনিক ভোটার তালিকার মেশিন-পঠনযোগ্য ডেটা চেয়েছিলাম, কিন্তু কমিশন তা দেয়নি। কেন? কারণ তারা চুরির অংশীদার।”
রাহুল দাবি করেন, বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা আসনের অন্তর্গত মহাদেবপুরা কেন্দ্রেই বিজেপি একাই পেয়েছে ১.১৪ লক্ষ ভোটের লিড, আর সেই ব্যবধানেই তারা আসনটি জিতে যায়। তাঁর কথায়, “৪০ জনের কংগ্রেস দল ৬ মাস ধরে তদন্ত করে জানতে পেরেছে, নকল ভোটার, একাধিক ভোটার এক ঠিকানায়, ভুয়ো ছবি ও সন্দেহজনক ফর্ম ৬ ব্যবহার করে বিপুল ভোট চুরি হয়েছে।”
নির্বাচন কমিশনের কড়া বার্তা ECI Dares Rahul Gandhi
রাহুলের বক্তব্যের ঠিক একদিন পর কমিশনের পক্ষ থেকে পাল্টা বার্তা আসে— “যদি রাহুল গান্ধী তাঁর অভিযোগে সত্যিই বিশ্বাস করেন, তাহলে তিনি যেন নিজের সই করা ঘোষণাপত্র পাঠান। তা না হলে তাঁর উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া।”
কমিশনের দাবি, রাহুল আগেও একাধিকবার এমন অভিযোগ করেছেন, কিন্তু নিজে কোনও চিঠিতে সই করেননি। তাই কমিশন যাদের জবাব দেয়, পরবর্তীতে রাহুল সেটি ‘অস্বীকার’ করেন। কমিশনের বক্তব্য, “২০২৪ সালের ডিসেম্বর মাসে মহারাষ্ট্র ইস্যুতে অভিযোগ তুলেছিলেন রাহুল। কিন্তু সেসময়ও এক আইনজীবীর মাধ্যমে চিঠি আসে। কমিশনের জবাব ওয়েবসাইটে প্রকাশিত হলেও রাহুল বলেন, তাঁকে নাকি কোনও উত্তর দেওয়া হয়নি।”
চিঠি পাঠিয়েছেন রাজ্য নির্বাচনী আধিকারিকরাও
রাহুলের অভিযোগ সামনে আসার পর কর্নাটক-সহ একাধিক রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসার রাহুলকে চিঠি পাঠিয়েছেন। তাঁরা রাহুলকে ভোটারদের নির্দিষ্ট নাম-পরিচয়-তথ্য দিয়ে “রুল ২০(৩)(বি) অনুযায়ী ঘোষণাপত্রে সই করে জমা দিতে” অনুরোধ করেছেন, যাতে কমিশন আইনানুগ পদক্ষেপ নিতে পারে।
কমিশনের শেষ মন্তব্য, “এখন রাহুল গান্ধীর কাছে দু’টি রাস্তা খোলা- এক, অভিযোগে বিশ্বাস থাকলে ঘোষণাপত্রে সই করুন। দুই, যদি বিশ্বাস না থাকে, তবে জাতির কাছে ক্ষমা চান।”
India: The Election Commission challenges Rahul Gandhi‘s “vote theft” allegations, demanding he sign a declaration to prove his claim of over 1 lakh fake voters in Mahadevapura or apologize to the nation. Gandhi accused the ECI of colluding with the BJP to conceal electoral fraud.