পহেলগাঁও হামলার পর বাড়তি সতর্কতা, স্বাধীনতা দিবসের আগে কড়া নজরদারি দিল্লিতে

নয়াদিল্লি: স্বাধীনতা দিবস ঘিরে দিল্লি জুড়ে নিরাপত্তা সংস্থাগুলি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। একাধিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সংস্থাগুলি ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগগুলিকে বিস্তারিত পরামর্শপত্র পাঠিয়েছে। এপ্রিলে…

independence day security alert

নয়াদিল্লি: স্বাধীনতা দিবস ঘিরে দিল্লি জুড়ে নিরাপত্তা সংস্থাগুলি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। একাধিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সংস্থাগুলি ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগগুলিকে বিস্তারিত পরামর্শপত্র পাঠিয়েছে। এপ্রিলে পহেলগাঁও-এ সন্ত্রাসী হামলা এবং মে মাসে পাল্টা অভিযানের (‘অপারেশন সিঁদুর’) পরবর্তী পরিস্থিতির প্রেক্ষিতে হুমকি বেড়েছে বলে সতর্ক করা হয়েছে।

অফিসিয়াল সূত্রের দাবি, প্রতীকী গুরুত্ব, নির্দিষ্ট অনুষ্ঠানস্থল ও বিপুল জনসমাগম, এই তিনের সমন্বয়ে এ বছরের স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে তৈরি হয়েছে “অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিবেশ”। এ বছর ‘অপারেশন সিন্দুর’কেই নিরাপত্তা প্রস্তুতির মূল ফোকাস হিসেবে ধরা হচ্ছে।

সম্ভাব্য হুমকির উৎস

নিরাপত্তা কর্মকর্তাদের মতে, পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন, বিশ্ব জিহাদি নেটওয়ার্ক, উগ্রপন্থী ইসলামপন্থী গোষ্ঠী, শিখ জঙ্গি সংগঠন, বামপন্থী উগ্রবাদী (LWE) ও উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির দিক থেকে হুমকি রয়েছে। পাশাপাশি, দেশীয় উগ্রপন্থী, অসন্তুষ্ট গোষ্ঠী ও সাম্প্রদায়িক উত্তেজনামূলক সংগঠনগুলিও সুযোগ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কড়া নজরদারি ও কর্মী যাচাই independence day security alert

সিনিয়র এক নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রাথমিক শত্রু হিসেবে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন, বিশ্ব জিহাদি গ্রুপ ও উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলিকেই ধরা হচ্ছে। গোয়েন্দা ইনপুট অনুযায়ী, কঠোর কর্মী যাচাই ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থা ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীকে যুক্ত করা হয়েছে। বিশেষ নির্দেশ, কোনও বহিরাগত যেন ইউনিফর্ম পরে সীমিত এলাকায় প্রবেশ করতে না পারে।

বহুমুখী হুমকি

নিরাপত্তা সূত্রের সতর্কবার্তা, সম্ভাব্য হামলার ধরন হতে পারে সমন্বিত সন্ত্রাসী আক্রমণ, একক হামলাকারীর লোন-উলফ অ্যাটাক, প্রতিশোধমূলক অভিযান, কিংবা সরকারি নীতিতে ক্ষুব্ধ গোষ্ঠীর বিক্ষোভ। শিখ জঙ্গি, বামপন্থী উগ্রবাদী, উত্তর-পূর্ব বিচ্ছিন্নতাবাদী ও দেশীয় মৌলবাদী সংগঠনগুলিও গৌণ হুমকির তালিকায়।

সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

সকল কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে, সামাজিক মাধ্যমে কোনও তথ্য প্রকাশ করা যাবে না, কারণ তা গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

গোপন তথ্যের নিরাপত্তা

সূত্র জানিয়েছে, পাকিস্তানি গোয়েন্দারা অফিসার সেজে নিরাপত্তা ব্যবস্থা ও মোতায়েন সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করতে পারে। কন্ট্রোল রুমের কর্মীদের স্পষ্ট নির্দেশ, সন্দেহজনক ব্যক্তির কাছ থেকে কোনও প্রশ্ন এলে তথ্য না দিয়ে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতনদের জানাতে হবে।

India: Security agencies have issued a high alert in Delhi for Independence Day, citing increased threats from terror groups following “Operation Sindoor.” Detailed advisories have been sent out, with a focus on monitoring Pakistan-based and global jihadi networks.