‘ভারত প্রস্তুত, কৃষকের স্বার্থে আপস নয়’, ট্রাম্পের শুল্ক বার্তায় পাল্টা মোদী

ভারতীয় রফতানির উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০% আমদানি শুল্ক চাপানোর সিদ্ধান্ত ঘিরে যখন চরম কূটনৈতিক টানাপোড়েন, সেই আবহেই চাষিদের স্বার্থ রক্ষায় আপসহীন অবস্থান স্পষ্ট…

Modi on US tariffs

ভারতীয় রফতানির উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০% আমদানি শুল্ক চাপানোর সিদ্ধান্ত ঘিরে যখন চরম কূটনৈতিক টানাপোড়েন, সেই আবহেই চাষিদের স্বার্থ রক্ষায় আপসহীন অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লিতে এম এস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মোদী বললেন, “ভারতের কৃষক, মৎস্যজীবী ও দুগ্ধচাষিদের স্বার্থের সঙ্গে কখনও আপস করবে না ভারত। আমি জানি, তার জন্য মূল্য দিতে হতে পারে। আমি প্রস্তুত। ভারত প্রস্তুত।”

প্রধানমন্ত্রীর মন্তব্য তাৎপর্যপূর্ণ Modi on US tariffs

প্রধানমন্ত্রীর এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক নিষেধাজ্ঞার প্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বুধবারই এক কার্যনির্বাহী নির্দেশে ভারতের আমদানি পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। ফলে মোট আমদানি শুল্ক বেড়ে দাঁড়াচ্ছে ৫০ শতাংশে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের রাশিয়া থেকে তেল কেনার ফলে ‘জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে’, এই যুক্তিতেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত।

‘আমাদের কৃষি বাজারে হানা দিতে চেয়েছে আমেরিকা’ Modi on US tariffs

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার সময় ভারতীয় কৃষি বাজার, বিশেষত ভুট্টা, সয়াবিন ও তুলা চাষে মার্কিন প্রবেশাধিকার দাবি করে আসছিল আমেরিকা। কিন্তু ভারত সরকার ঘরোয়া কৃষকদের জীবিকা ও নিরাপত্তার প্রশ্নে সেই চাপে মাথা না নত করার সিদ্ধান্ত নেয়। দুধ ও দুগ্ধজাত পণ্য নিয়েও একই আপত্তি তোলে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্যে সেই অবস্থানকেই আরও জোরালো হল বলে মনে করছেন বিশ্লেষকরা।

স্বামীনাথনকে শ্রদ্ধা জানিয়ে বার্তা চাষিদের

সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী প্রয়াত কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথনের সম্মানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিটও প্রকাশ করেন। উল্লেখ্য, স্বামীনাথনকে ‘ভারতের সবুজ বিপ্লবের জনক’ বলা হয়। ষাটের দশকে উচ্চ ফলনশীল শস্য প্রবর্তনের মাধ্যমে ভারতীয় কৃষির আমূল পরিবর্তন ঘটান তিনি। মোদী বলেন, “চাষিকে শক্তিশালী করাই আমাদের এক নম্বর অগ্রাধিকার।”

কে ছিলেন এম এস স্বামীনাথন?

১৯২৫ সালের ৭ আগস্ট, তামিলনাড়ুর কুম্বকোনমে জন্ম স্বামীনাথনের। ১৯৬০-এর দশকে তাঁর গবেষণা ভারতকে খাদ্যে স্বনির্ভর করে তোলে। তিনি ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর প্রয়াত হন চেন্নাইয়ে। বয়স হয়েছিল ৯৮।

India: Amidst escalating trade tensions with the US, PM Modi reaffirms India’s commitment to farmers, fishermen, and dairy farmers’ interests, stating he is ready to “pay the price.” This comes after Donald Trump imposed a 50% tariff on Indian goods, citing national security concerns over oil imports from Russia.