Tejashwi Yadav-s name missing
পাটনা: বিহারে আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে উত্তাল বিতর্ক। খসড়া ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়েছে— এমন বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। শনিবার এক সাংবাদিক বৈঠকে লালুপ্রসাদ যাদবের পুত্র জানান, নির্বাচন কমিশনের অফিসিয়াল অ্যাপে নিজের এপিক নম্বর ব্যবহার করে খোঁজ করেও কোনও তথ্য পাননি তিনি। স্ক্রিনে ভেসে উঠেছে লাল রঙের সতর্কবার্তা— “কোনও রেকর্ড পাওয়া যায়নি”।
তেজস্বী খানিক বিদ্রুপের সুরে বলেন, “ভোটার তালিকায় আমার নিজেরই নাম নেই। এই পরিস্থিতিতে আমি ভোটে লড়ব কীভাবে?”
অভিযোগ নস্যাৎ কমিশনের
তবে কমিশন এই অভিযোগ নস্যাৎ করে জানিয়েছে, খসড়া তালিকায় তেজস্বীর নাম রয়েছে ক্রমিক নম্বর ৪১৬-তে। কমিশনের মতে, তেজস্বীর সঠিক এপিক নম্বর RAB0456228, যেখানে তেজস্বী সংবাদমাধ্যমে দাবি করেছেন তাঁর কার্ডে লেখা এপিক নম্বর RAB2916120।
তালিকা প্রকাশের দিনই কমিশনের বিরুদ্ধে আঙুল তুলেছেন তেজস্বী। তাঁর অভিযোগ, শুধুমাত্র তাঁকেই নয়, আরজেডি-র বহু কর্মী ও সমর্থকের নামও তালিকা থেকে বাদ পড়েছে। “কমিশন ৬৫ লক্ষ মানুষের নাম কেটে ফেলেছে। কী প্রক্রিয়ায় এই সিদ্ধান্ত? বাদ পড়া মানুষদের কি কোনও নোটিস দেওয়া হয়েছিল? সময় দেওয়া হয়েছিল?” প্রশ্ন তেজস্বীর।
‘কমিশন পক্ষপাটদুষ্ট’ Tejashwi Yadav-s name missing
তিনি আরও বলেন, “কমিশন নির্দিষ্ট লক্ষ্যে কাজ করছে। এটা স্পষ্টতই পক্ষপাতদুষ্ট। সুপ্রিম কোর্টের উচিত এই বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে কমিশনের কৈফিয়ত তলব করা।”
কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, সদ্য প্রকাশিত খসড়া তালিকায় বিহারজুড়ে বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম। ২০২৪ সালের লোকসভা ভোটে রাজ্যে মোট ভোটার ছিলেন ৭ কোটি ৯০ লক্ষ। ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (Special Intensive Revision বা SIR)-র পর তা কমে দাঁড়িয়েছে ৭ কোটি ২৪ লক্ষে।
সবচেয়ে বেশি নাম বাদ পটনায়
সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে পটনা জেলায় প্রায় ৩ লক্ষ ৯৫ হাজার। তার পরে রয়েছে মধুবনী (৩.৫২ লক্ষ), পূর্ব চম্পারণ (৩.১৬ লক্ষ) ও গোপালগঞ্জ (৩.১০ লক্ষ)। কমিশনের মতে, এই বাদ দেওয়া নামগুলির মধ্যে মৃত, অন্যত্র স্থানান্তরিত বা একাধিক ঠিকানায় তালিকাভুক্ত ভোটাররাই রয়েছেন।
তবে এখানেই শেষ নয়। বিরোধীরা আরও অভিযোগ করেছেন, ভোটার যাচাইকরণে যেসব নথি চাওয়া হচ্ছে, তার মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এমন সহজলভ্য কিছুই রাখা হয়নি। এই নিয়ে ইতিমধ্যেই মামলা চলছে দেশের শীর্ষ আদালতে।
সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে
কমিশনের তরফে বলা হয়েছে, ১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার জন্য আবেদন জানানো যাবে। সেই পর্বের পরে প্রকাশিত হবে চূড়ান্ত সংশোধিত ভোটার তালিকা। কিন্তু বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়াও স্বচ্ছ নয়, বরং বিজেপির সহায়তায় ‘ভোট কারচুপি’র রাস্তাই প্রশস্ত করা হচ্ছে।
নির্বাচনের আগে বিহারে এই তালিকা বিতর্ক ঘিরে যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে, তা স্পষ্ট হয়ে উঠছে আজকের ঘটনাপ্রবাহে।
India: Bihar’s political landscape heats up as Tejashwi Yadav claims his name is missing from the draft voter list, accusing the Election Commission of removing 65 lakh names and acting with bias. The ECI refutes the allegations, citing an incorrect EPIC number provided by Yadav.