সঙ্গতি নেই পরিবারের, উচ্চ শিক্ষার খরচ চালাতে ফুচকা বিক্রি করেন তরুণী

সঙ্গতি নেই পরিবারের, উচ্চ শিক্ষার খরচ চালাতে ফুচকা বিক্রি করেন তরুণী

কলকাতা: জীবনের লক্ষ্য উচ্চ শিক্ষিত হওয়া৷ কিন্তু, সেই লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থ৷ পরিবারের সঙ্গতি নেই৷ অগত্য নিজে কিছু করার সিদ্ধান্ত নেন তরুণী৷ ঠিক করেন ফুচকা বিক্রি করবেন৷ তবে শুধু ফুচকা নয়, পাপড়ি চাট, আলু টিক্কি, দহি ভল্লার মতো জিতে জল আনা খাবারের সম্ভার সাজিয়ে রোজ রাস্তায় এসে দাঁড়ান তিনি। বিক্রিবাটাও নেহাত মন্দ হয় না। তবে তো সব দিন সমান যায় না৷ কোনও দিন ব্যবসা খারাপও যায়৷ তবে মুখ থেকে স্মিত হাসি যায় না৷ নিজের পড়াশোনা চালানোর জন্য নিজেই এই পেশাকে বেছে নিয়েছেন মোহালির এই তরুণী। নাম পুনম। মোহালিতেই রয়েছে তাঁর ফুচকার দোকান। স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয়ও তাঁর তৈরি ফুচকা।

এক বছর আগে এক ভ্লগার সেখানে গিয়েছিলেন৷ তার পরেই প্রচারের আলোতে আসে পুনমের ফুচকার দোকান। সেখানে খেয়ে মুগ্ধ হয়েছিলেন ওই ভ্লগার৷ কথা বলে পুনমের সংগ্রামের কথা জানতে পারেন। সেই গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন৷ সেখান থেকেই পরিচিত বাড়ে পুনমের।

ওই ভিডিয়োর সঙ্গে লেখা ছিল, ‘‘নিজের পড়াশোনা চালাতে ফুচকা বিক্রি করছেন মোহালির মেয়ে’’। ওই ভিডিয়ো দেখেছিলেন প্রায় ৭০ লক্ষ মানুষ। লাইক করেছিলেন সাত লক্ষেরও বেশি মানুষ। পুনমের কঠোর পরিশ্রম আর সততাকে কুর্নিশ জানিয়েছিলেন তাঁরা৷ পুমনের পরিবার অবশ্য প্রথমে এই পেশাকে মেনে নিতে পারেননি৷ পরে তাঁরা বুঝতে পারেন এবং তাঁর পাশে দাঁড়ায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *