মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচল প্রদেশের ধরলি গ্রাম। মঙ্গলবার বিশাল মেঘ ভাঙা বৃষ্টির ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। এর ফলে ঘরবাড়ি, গাছপালা এবং যানবাহন ভেসে যায়। কয়েক ডজন মানুষ আটকা পড়ে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে ঘটনায় কমপক্ষে চারজন মারা গিয়েছেন।
কর্মকর্তাদের মতে, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় কোথাও মেঘ ভাঙনের ঘটনাটি ঘটে এবং হঠাৎ বন্যার জল, কাদার ঢেউ আসে। যার ফলে ধরলি গ্রামের অন্তত অর্ধেক অংশ চাপা পড়ে যায়। গঙ্গার উৎপত্তিস্থল গঙ্গোত্রীতে যাওয়ার পথে ধারালিই প্রধান যাত্রাবিরতি। ফলে এখানে অনেক হোটেল, রেস্তোরাঁ এবং হোম স্টে রয়েছে। সেই সবগুলোই ক্ষতিগ্রস্থ হয়েছে। এলাকার ভিডিওগুলিতে দেখা গেছে যে কাদা জল এবং পলি ঢাল বেয়ে নদীর তীরবর্তী বসতিগুলির দিকে ছুটে আসছে। ভয়ে মানুষের চিৎকার শোনা যাচ্ছে। তিন এবং চার তলা বাড়ি সহ সংলগ্ন ভবনগুলি তাসের মতো ভেঙে পড়েছে। উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্যের মতে, এখনও পর্যন্ত কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। আকস্মিক বন্যার পর নিখোঁজদের সংখ্যা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
ধারালিই একমাত্র গ্রাম নয় যেখানে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব বিনোদ কুমার সুমন জানিয়েছেন, একই পাহাড়ের দুটি ভিন্ন দিক দিয়ে তীব্র জল প্রবাহিত হয়েছে, একটি ধারালির দিকে এবং অন্যটি সুক্কি গ্রামের দিকে। উত্তরকাশিতে এখনও লাল সতর্কতা জারি রয়েছে। মেঘ ভাঙনের কবলে পড়া হারসিলের একটি সেনা শিবির থেকে কমপক্ষে ১১ জন সেনা জওয়ান নিখোঁজ বলে জানা গেছে। সেনাবাহিনী, পুলিশ, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে এনডিআরএফ দলগুলিকেও বিমানে করে পাহাড়ি রাজ্যে পাঠানো হয়েছে।
রাজ্য সরকার এবং জেলা প্রশাসন হেল্পলাইন নম্বর জারি করেছে। এগুলো হলো: ০১৩৭৪২২২১২৬, ০১৩৭৪২২২৭২২ এবং ৯৪৫৬৫৫৬৪৩১।
Heavy rainfall causes flash floods in Himachal Pradesh’s Kinnaur and landslides shut Shimla highway. Get the latest updates on the natural disaster and relief efforts.