হাসপাতালে ভর্তি ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী, অবস্থা গুরুতর

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী রামদাস সোরেন। শনিবার পড়ে যাওয়ার কারণে মস্তিষ্কে আঘাত পান তিনি। এরপর দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা…

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী রামদাস সোরেন। শনিবার পড়ে যাওয়ার কারণে মস্তিষ্কে আঘাত পান তিনি। এরপর দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এখনও হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হয়নি।

স্কুল শিক্ষামন্ত্রী রামদাস সোরেনের অবস্থা এখনও গুরুতর, কিন্তু স্থিতিশীল। স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি রবিবার একথা জানিয়েছেন। তিনি বলেছেন, “তার অবস্থা এখনও সংকটজনক, কিন্তু স্থিতিশীল। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকদের একটি দল তার অবস্থা পর্যবেক্ষণ করছে।”

শনিবার সকালে বাথরুমে পিছলে যাওয়ার পর মন্ত্রী রামদাস সোরেনের মাথায় আঘাত লাগে। যার ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। শনিবার রাতে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরও অসুস্থ মন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন। পরিদর্শনের পর, হেমন্ত X-এ লিখেছেন, “শ্রদ্ধেয় রামদাসদা ঝাড়খণ্ড আন্দোলনের একজন নেতৃস্থানীয় যোদ্ধা। তিনি সর্বদা প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করেছেন এবং এবারও তিনি বিজয়ী হবেন। মারাং বুরু তাকে শক্তি ও সাহস দান করুন।” TNNA-এর একাধিক মন্ত্রী এবং বিধায়ক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য হাসপাতালে পরিদর্শন করে আসছেন।

Ramdas Soren’s health remains critical. Get the latest updates on his condition and the ongoing medical treatment.