প্রয়াত শিবু সোরেন, ঝাড়খণ্ড রাজনৈতির একটি অধ্যায় শেষ

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন আর নেই। ঝাড়খণ্ডের ‘গুরুজি’ বা ‘দিশোম গুরু’ নামে খ্যাত শিবু সোরেন প্রয়াত হয়েছেন। শিবু সোরেন ৪ আগস্ট ২০২৫ তারিখে দিল্লির…

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন আর নেই। ঝাড়খণ্ডের ‘গুরুজি’ বা ‘দিশোম গুরু’ নামে খ্যাত শিবু সোরেন প্রয়াত হয়েছেন। শিবু সোরেন ৪ আগস্ট ২০২৫ তারিখে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স ছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর মৃত্যুর খবর আসতেই ঝাড়খণ্ড সহ সারা দেশে শোকের ছায়া নেমে আসে। তিনি জেএমএম অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা এবং পৃথক ঝাড়খণ্ড আন্দোলনের নেতা ছিলেন।

প্রকৃতপক্ষে, ঝাড়খণ্ডের ‘দিশোম গুরু’ শিবু সোরেনের মৃত্যু এক অর্থে ঝাড়খণ্ড রাজনীতির একটি যুগের অবসান। আজ সকাল ৮.৪৮ মিনিটে তিনি দিল্লির গঙ্গারাম হাসপাতালে মারা যান। তাঁকে নেফ্রোলজি বিভাগে ভর্তি করা হয়েছিল। তিনি তিনবার মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুর খবরে ঝাড়খণ্ডের রাজনীতি এবং আদিবাসী সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পুত্র হেমন্ত সোরেন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে, আমি আজ শূন্য হয়ে গেছি। গুরুজি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন।

শিবু সোরেনের অনেক রোগ ছিল। তাঁর মৃত্যুর কারণ হিসেবে বলা হচ্ছে দীর্ঘস্থায়ী কিডনি রোগ, ডায়াবেটিস, হৃদরোগজনিত জটিলতা এবং সম্প্রতি ব্রেন স্ট্রোক। তিনি ডায়ালাইসিস করছিলেন। তার বাইপাস সার্জারিও হয়েছিল। ২০২৫ সালের জুলাই মাসে তার স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছিল, কিন্তু আগস্টের শুরুতে তার অবস্থা আবার সংকটজনক হয়ে ওঠে। এর কারণে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। তার ছেলে এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, স্ত্রী কল্পনা সোরেন সহ তার পুরো পরিবার দিল্লিতে তার সাথে ছিল।

Shibu Soren passes away. Read the latest news, tributes, and reaction from the political fraternity on his demise.