অবৈধ বেটিং অ্যাপ মামলায় ED-র তলব, জেরার মুখে সুরেশ রায়না

Suresh Raina ED summons নয়াদিল্লি: অবৈধ বেটিং অ্যাপ-সংক্রান্ত অর্থপাচার মামলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থার…

Suresh Raina ED summons

Suresh Raina ED summons

নয়াদিল্লি: অবৈধ বেটিং অ্যাপ-সংক্রান্ত অর্থপাচার মামলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থার সামনে হাজিরা দেবেন বলে জানা গেছে। অভিযোগ, ‘১xBet’ নামের এক অবৈধ বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন রায়না। ইডি সূত্রে খবর, তার এই অ্যাপের সঙ্গে যোগসূত্র, আর্থিক লেনদেন ও চুক্তি সম্পর্কিত বিষয় খতিয়ে দেখা হবে।

PMLA-তে বয়ান রেকর্ড

৩৮ বছর বয়সি এই প্রাক্তন অলরাউন্ডারকে মঙ্গলবার (১৩ আগস্ট) হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্তকারী সংস্থা সূত্রে জানা যায়, রায়নার বয়ান রেকর্ড করা হবে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (PMLA)-এর অধীনে। মূলত এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাঁর প্রচার কার্যক্রম ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের বৈধতা যাচাই করতে চায় ইডি।

কোটি কোটি টাকা প্রতারণা Suresh Raina ED summons

উল্লেখযোগ্যভাবে, অবৈধ বেটিং অ্যাপ নিয়ে চলমান একাধিক মামলার তদন্ত করছে ইডি, যেখানে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এর আগে একই মামলায় টলিউড অভিনেতা রানা দগ্গুবতিকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সংস্থা। গত সপ্তাহে অভিনেতা বিজয় দেবরাকোন্ডাও হাজিরা দেন ইডি-র দফতরে এবং দাবি করেন, তিনি যেসব অ্যাপের প্রচার করেছেন, সেগুলি সরকার অনুমোদিত ও সম্পূর্ণ বৈধ।

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সুরেশ রায়না ছিলেন ভারতের অন্যতম সফল মিডল-অর্ডার ব্যাটসম্যান ও চৌকস ফিল্ডার। আক্রমণাত্মক ব্যাটিং ও অফ-স্পিনে তিনি একাধিক ম্যাচে দলকে জিতিয়েছেন। ভারতের হয়ে ২০০-এর বেশি একদিনের ম্যাচ এবং বহু টেস্ট খেলেছেন। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালের একদিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে রায়না ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে অন্যতম।

Sports: The Enforcement Directorate (ED) has summoned former Indian cricketer Suresh Raina in a money laundering case. He is accused of promoting the illegal ‘1xBet’ betting app, with the ED probing his financial ties and contract details.