চার ঘণ্টা বাথরুমে ছিলাম! টাকার ব্যাপারে কিছুই জানেন না, দাবি অর্পিতার

চার ঘণ্টা বাথরুমে ছিলাম! টাকার ব্যাপারে কিছুই জানেন না, দাবি অর্পিতার

কলকাতা: তাঁর দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। কিন্তু প্রথম থেকেই অর্পিতা মুখোপাধ্যায় দাবি করে এসেছেন যে তিনি এই অর্থ সম্পর্কে কিছু জানেন না। এদিন ভার্চুয়াল শুনানিতে একই দাবি করলেন অর্পিতা। বরং বুধবার তিনি জানালেন, ইডি তাঁর বাড়িতে থাকার সময়ে ৪ ঘণ্টা বাথরুমেই ছিলেন তিনি, তারপর বেডরুমে। ইডি কী করেছে তা নাকি তিনি জানতেই পারেননি।

আরও পড়ুন: একজন বিক্ষোভে, অন্যজনের ঘোষণা, ‘অভিযান শেষ’! দিলীপ-সুকান্ত মতান্তর

অর্পিতা আদালতে জানিয়েছেন, তিনি জানেন না তাঁর সঙ্গে কী ভাবে এই ঘটনা ঘটল। কান্নায় ভেঙে পড়েন তিনি। জানান, তাঁর বাড়িতে ইডি ছিল ৩০ ঘন্টা। তিনি সাত থেকে আট ঘন্টা বাড়িতে ছিলেন। কিছুই জানতেন না। অর্পিতার দাবি, তিনি সাধারণ জীবন যাবন করেন। বাবা নেই। আর সেদিন তিনি চার ঘন্টা বাথরুমে ছিলেন।

অন্যদিকে বিচারক তাঁকে বলেন, টাকা কোথা থেকে পাওয়া গেছে, জানা উচিত ছিল। উত্তরে অর্পিতা জানান, তাঁর বাড়ি থেকে টাকা পাওয়া গেছে। কিন্তু টাকার ব্যাপারে তাঁর কিছুই জানা নেই। একই সঙ্গে তিনি বলেন, তিনি অনেক দিন সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর কোম্পানির নাম ইচ্ছে এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। তবে এত টাকা তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তা তিনি জানতেন না। প্রসঙ্গত, বুধবারও অর্পিতার জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবী। তবে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করে কেঁদেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + fifteen =