বিরোধী দলের কারোর নিরাপত্তা নেই রাজ্যে! অভিযোগ তুলে মামলা বিজেপির

বিরোধী দলের কারোর নিরাপত্তা নেই রাজ্যে! অভিযোগ তুলে মামলা বিজেপির

কলকাতা: রাজ্যের গণতন্ত্র বজায় থাকছে না বলে অনেক আগে থেকে আঙুল তুলে আসছে ভারতীয় জনতা পার্টি শিবির। আইন-শৃঙ্খলা থেকে শুরু করে রাজ্যে বিরোধীদের ওপর অত্যাচারের প্রসঙ্গ তোলা হয়েছে নিয়ম করে। এই ইস্যুতেই আবার সরব হল বিজেপি। বিরোধী দলের সদস্যদের এ রাজ্যে নিরাপত্তা নেই বলে জনস্বার্থ মামলা দায়ের হল আদালতে। যা করল বিজেপি।

কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে ভারতীয় জনতা পার্টির অভিযোগ, বিরোধী দলের কোন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে না। বার বার নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি করা হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা, সাংসদ দিলীপ ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির কোনও অনুষ্ঠানে অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আরও জানান হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে তৈরি হয়নি সিকিউরিটি কমিশন। একই সঙ্গে সিকিউরিটির কাউন্সিল তৈরি হয়নি। আবার সংবিধানে সবার সমান অধিকারের কথা থাকলেও সেটা মানা হচ্ছে না বর্তমান শাসক দলের রাজত্বে। বিরোধীদের সামাজিক, রাজনৈতিক সভা অনুষ্ঠিত করতে দেওয়া হচ্ছে না কিন্ত শাসক দলের সমস্ত কিছু হচ্ছে। এই সব অভিযোগ তুলেই আদালতে মামলা করেছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যতি তিওয়ারি। চলতি সপ্তাহে এই মামলার শুনানি সম্ভাবনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুন- ‘ও দারুণ ছেলে’, BJP সভাপতি সুকান্ত মজুমদারের ‘প্রশংসা’য় পঞ্চমুখ কেষ্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *