‘সকলেই চাইছে জিটিএ নির্বাচন হোক’, পাহাড় থেকে জানালেন মমতা

‘সকলেই চাইছে জিটিএ নির্বাচন হোক’, পাহাড় থেকে জানালেন মমতা

দার্জিলিং: তিন দিনের পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে বৈঠক করেন তিনি। তারপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সকলেই চাইছে জিটিএ নির্বাচন হোক। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দার্জিলিংয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য কেন্দ্রকে বারবার চিঠি লিখেছেন তিনি। পাশাপাশি জানা গিয়েছে, পৃথক রাজ্যের দাবি থেকে সরে এসেছে জেজিএম।

আরও পড়ুন- ‘তোলামূল টাটা-বাইবাই’, তৃণমূলকে উৎখাত করতে ডাক শুভেন্দুর

এদিন মমতা জানান, সকলেই চাইছে পাহাড়ে জিটিএ নির্বাচন হোক, তবে শুধু রোশন গিরির দল এই নির্বাচন নিয়ে অন্য কথা বলছে। তবে তিনি মনে করেন, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে। মমতা জানিয়েছেন, জিটিএ নির্বাচন যাতে ২ থেকে ৩ মাসের মধ্যে করা চায় তার চেষ্টা করছেন তিনি। আজ দার্জিলিংয়ে চার দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই পৃথক রাজ্যের দাবি থেকে সরে আসার কথা জানায় গোর্খা জনমুক্তি মোর্চা। এদিকে সম্প্রতি দার্জিলিং পুরসভায় নতুন দল জিতেছে। সেই প্রেক্ষিতে দার্জিলিং পুরসভার নতুন চেয়ারম্যানকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান মমতা।

তবে সাংবাদিকরা এই সময়ে যখন তাঁকে বিধানসভার ঘটনা নিয়ে জানতে চান তখন তিনি সেই প্রসঙ্গ এড়িয়ে যান। মমতা বলেন, এই ঘটনা সম্পর্কে বিধানসভার অধ্যক্ষ বলতে পারবেন, তিনি এই বিষয়ে এখন কিছুই বলবেন না। তবে আগেই জানা গিয়েছে, গোটা ঘটনা সম্পর্কে পাহাড় থেকে ফোনে খোঁজ নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তিনি বিধানসভার ঘটনায় এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় ধুন্ধুমার কাণ্ডের খোঁজ নেওয়ার পর তিনি ফিরহাদ হাকিমকে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 14 =