তৃণমূল বিধায়কের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড, হাসপাতালে ছুটল বিজেপিও

তৃণমূল বিধায়কের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড, হাসপাতালে ছুটল বিজেপিও

কলকাতা: আজ নজিরবিহীন ঘটনা ঘটেছে বিধানসভায়। অধ্যক্ষের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি বিধায়করা৷ এই ঘটনায় আহত হয়েছেন একাধিক বিধায়ক। দল নির্বিশেষে তারা হাসপাতালে ছুটেছেন। জানা গিয়েছে, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। তাঁর নাক ফেটে গিয়েছে। অভিযোগ, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তাঁকে ঘুষি মেরেছিলেন।

আরও পড়ুন- বিধানসভার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ মমতা, দিলেন এফআইআর-এর নির্দেশ

এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন অসিত মজুমদার। জানা গিয়েছে, আপাতত স্থিতিশীল থাকলেও চিকিৎসক অরুণাভ সেনগুপ্তের নেতৃত্বে তাঁর জন্য মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁর এক্স-রে করা হয়েছে, ইসিজিও করা হবে। অন্যদিকে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপি বিধায়করা৷ ইএম বাইপাসের উপর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের৷ সূত্রের খবর, মনোজ টিগ্গা, লক্ষণচন্দ্র ঘরাই, নরহরি মাহাতো, শিক্ষা চট্টোপাধ্যায়, চন্দনা বাউড়ি, অজয় পোদ্দার ও চন্দ্র বারুই হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন৷

এমার্জেন্সি বিভাগে তাঁদের পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা৷ তাঁদের শরীরের প্যারামিটার ঠিক রয়েছে কিনা, ধস্তাধস্তির জেরে শরীরে কোনও ক্ষত তৈরি হয়েছে কিনা, সেই সব দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে তাঁদের হাসপাতালে ভর্তি করা হবে৷ তবে এখনও পর্যন্ত কাউকে হাসপাতাসে ভর্তি নেওয়া হয়নি৷ আজ বিধানসভায় শুভেন্দু অধিকারী-সহ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ৷ তবে তাঁদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ করা হয়েছে তাতে আগামী বছর পর্যন্ত কোনও অধিবেশনে অংশ নিতে পারবেন না তাঁরা। এই ইস্যুতেই বিস্ফোরক দাবি করা হচ্ছে বিজেপির তরফে। তাদের অভিযোগ, সাদা পোশাকের পুলিশ ঢুকিয়ে বিধানসভায় মারধর করা হয়েছে বিজেপির বিধায়কদের। এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *