বিজেপির দুই ভাই! ED, CBI-কে একহাত অভিষেকের

বিজেপির দুই ভাই! ED, CBI-কে একহাত অভিষেকের

সামশেরগঞ্জ: আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন ছাড়াও সামশেরগঞ্জে বিধানসভা নির্বাচন রয়েছে। আজ সেখানেই প্রচারে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ভাষণ রাখতে গিয়ে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি, একহাত নেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকেও। বলেন, বিজেপির দুই ভাই, ইডি এবং সিবিআই। 

আরও পড়ুন- কংগ্রেস ছেড়ে তৃণমূলে অধীর চৌধুরী? দিলীপ মন্তব্যে ভাঙনের ইঙ্গিত

অভিষেকের বক্তব্য, বিজেপি চাইছে গোয়েন্দা সংস্থাদের দিয়ে তাঁকে এবং তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাবে। কিন্তু এসব করে কোনও লাভ হবে না। বাংলাতে বিজেপি হেরেছে, তৃণমূল জিতেছে, ত্রিপুরাতেও তাই হবে বলে দাবি অভিষেকের। এই প্রেক্ষিতেই গোয়েন্দা সংস্থাদের একহাত নিয়ে তাঁর বক্তব্য, বিজেপি আসলে দুটি ভাই, ইডি আর সিবিআই। আসলে সম্প্রতি, কয়লা পাচার কাণ্ডের বিষয় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে দিল্লি ডেকে প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তারপর ফের আরও একবার তলব করা হয়। এমনকি তাঁর স্ত্রী রুজিরাকেও তলব করেছে তারা। যা প্রেক্ষিতে দিল্লি আদালতে ইডির বিরুদ্ধে দারস্থ হয়েছিলেন সস্ত্রীক অভিষেক। কিন্তু তাতে লাভ হয়নি। ৩০ সেপ্টেম্বর রুজিরাকে দিল্লি তলব করা হয়েছে। 

আরও পড়ুন- গ্রামীণ চিকিৎসককে ছুরি দিয়ে খুনের চেষ্টা! গণপিটুনিতে মর্মন্তিক মৃত্যু যুবক

এদিন অভিষেক বিজেপিকে আক্রমণ করে আরও বলেন, বলেছিলাম নির্বাচনের পর খেলা শুরু হবে৷ যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে যাব এবং জিতে বেরব৷  ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসই জিতবে৷ কংগ্রেসকেও এদিন তোপ দাগেন তিনি। মন্তব্য করেন, কোভিড পরিস্থিতিতেও নিজেদের জীবন বিপন্ন করে মানুষের জন্য কাজ করেছে তৃণমূল নেতারা৷ এটাই কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্থক্য৷ কংগ্রেস হয়তো বিজেপি’র বিরুদ্ধে লড়াই করছে৷ তৃণমূলও করছে৷ কিন্তু পার্থক্যটা হল কংগ্রেস বিজেপি’র কাছে হারছে আর তৃণমূল হারাচ্ছে৷ তাঁর দাবি, বিধানসভা ভোটে এখানকার মানুষ অনেক কিছু করেছেন৷ এবার আর দুটো আসন দিয়ে ষোলকলা পূর্ণ করতে হবে৷ ভাঙা পা নিয়ে ২১৩টা আসন জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =