বড়দিনের উৎসবের আগেই সেজে উঠছে অ্যালেন পার্ক

কলকাতা: গত সাত বছরের মতো এবারও পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসব পালিত হবে। এই উৎসবকে এবার কলকাতার বাইরেও ছড়াতে চাইছে রাজ্য সরকার। আরও সাত জায়গায় এ বছর বড়দিনের বিশেষ উৎসব পালিত হবে। এই জায়গাগুলি হল দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, ব্যান্ডেল, চন্দননগর ও কৃষ্ণনগর। রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্য জানিয়েছেন, এই সাত শহরে গির্জাগুলি আলোয় সাজানো হবে।

বড়দিনের উৎসবের আগেই সেজে উঠছে অ্যালেন পার্ক

কলকাতা: গত সাত বছরের মতো এবারও পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসব পালিত হবে। এই উৎসবকে এবার কলকাতার বাইরেও ছড়াতে চাইছে রাজ্য সরকার। আরও সাত জায়গায় এ বছর বড়দিনের বিশেষ উৎসব পালিত হবে। এই জায়গাগুলি হল দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, ব্যান্ডেল, চন্দননগর ও কৃষ্ণনগর। রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্য জানিয়েছেন, এই সাত শহরে গির্জাগুলি আলোয় সাজানো হবে। চন্দননগরে তিনদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পর্যটন দপ্তরের উদ্যোগে বড়দিনের উৎসব শুরু হয়। এই উৎসবের অন্যতম উদ্দেশ্য ছিল পর্যটকদের আকৃষ্ট করা। ২৫ ডিসেম্বরের আগেই আলোকমালায় সেজে ওঠে পার্ক স্ট্রিট। আলোয় সাজানো হয় ক্যাথিড্রাল চার্চকেও। অ্যালেন পার্কে চলে বিশেষ অনুষ্ঠান। এবারও তাই হবে। আগামী ২১ ডিসেম্বর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন। ৩০ ডিসেম্বর পর্যন্ত বড়দিন উৎসব উপলক্ষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। পর্যটন দপ্তর ছাড়াও কলকাতা পুরসভা ও পার্ক হোটেল এই উৎসবে শামিল হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =