অভিষেকের অনুপস্থিতিতে বারবার লুট হচ্ছে ব্যালট বাক্স! তৃণমূল কী বিশৃঙ্খল দলে পরিণত হয়েছে?

অভিষেকের অনুপস্থিতিতে বারবার লুট হচ্ছে ব্যালট বাক্স! তৃণমূল কী বিশৃঙ্খল দলে পরিণত হয়েছে?

কলকাতা: অভিষেকের অনুপস্থিতিতে বারবার লুট হচ্ছে ব্যালট বাক্স! পঞ্চায়েতে কয়েক কোটি টাকার মধুভাণ্ড কার হাতে থাকবে সেই লক্ষ্যেই এমন বিশৃঙ্খলা তৃণমূলে? তৃণমূল কী বিশৃঙ্খল দলে পরিণত হয়েছে?

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি। বিলাসবহুল ক্যারাভানে চড়ে উত্তরবঙ্গ থেকে রাজ্য সফর শুরু করেছেন তিনি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে কারা প্রতিনিধিত্ব করবেন সেই লক্ষ্যে শুরু হয়েছে ব্যালট বক্সের মাধ্যমে ভোটদান কর্মসূচি। অর্থাৎ ব্যালট বক্সে দলের কর্মী-সমর্থকরা ভোট দিয়ে পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী ঠিক করবেন। কিন্তু এই কর্মসূচি শুরুর সঙ্গে সঙ্গেই তীব্র বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ছিনতাই হয়ে যাচ্ছে ব্যালট বক্স। এলাকার প্রভাবশালী তৃণমূল নেতারা নিজেদের পছন্দের লোককে দিয়ে তাঁদের পক্ষে ভোট দেওয়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পঞ্চায়েতের এক একটি আসনে তৃণমূলের প্রভাবশালী নেতাদের সকলেই প্রার্থী হতে চাইছেন। আর সেই কারণেই শুরু হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি।

এখন প্রশ্ন পঞ্চায়েতের একটি আসনে প্রার্থী হওয়ার ব্যাপারে তৃণমূলের নেতাদের এত আগ্রহ কেন? এ বিষয়ে রাজনৈতিক মহলের ব্যাখ্যা এরকম যে, স্থানীয় পর্যায়ে  দাপট ধরে রাখাটাই নেতাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। যদিও বিরোধীদের অভিযোগ প্রতি বছর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জন্য রাজ্য সরকার যে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করে তার একটা অংশ আত্মসাৎ করার লক্ষ্যেই প্রার্থী হওয়ার ব্যাপারে তৃণমূল নেতাদের এত লাফালাফি। যথারীতি এই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। তৃণমূলের দাবি দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়াটাই দল তথা সরকারের প্রধান লক্ষ্য।

চলতি আর্থিক বছরে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জন্য রাজ্যের অর্থ দফতর ২৬৬০৩.৫১ কোটি টাকা বরাদ্দ করেছে। তাই ৬০ হাজারের বেশি পঞ্চায়েত আসনে এই টাকা ভাগ করে দিলে দেখা যাবে প্রত্যেকটি আসনের অন্তর্গত এলাকায় কম বেশি বছরে প্রায় ৪০ লক্ষ টাকার কাজ হবে। এভাবেই গ্রামীণ উন্নয়নের কথা ভেবেছে নবান্ন। যদিও বিরোধীদের অভিযোগ যত না কাজ হবে তার থেকে বেশি টাকা চুরি করবেন শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা। বস্তুত বহুদিন ধরেই এই অভিযোগ সামনে রেখে প্রচার চালাচ্ছে প্রধান বিরোধী দল বিজেপি। পাল্টা তৃণমূলের দাবি রাজ্য জুড়ে যেভাবে উন্নয়ন হচ্ছে তা সহ্য করতে পারছে না বলেই বিজেপি তথা অন্যান্য বিরোধী দলগুলি এভাবে তৃণমূলের নামে অযথা কুৎসা রটাচ্ছে।

তৃণমূল যাই বলুক না কেন যেভাবে অভিষেকের কর্মসূচির মধ্যে ব্যালট বক্সকে কেন্দ্র করে এত অশান্তি হচ্ছে, তাতে তৃণমূল বিশৃঙ্খল দলে পরিণত হয়েছে বলেই বিরোধীদের অভিযোগ। মানুষের জন্য নয়, নিজের আখের গোছানোর জন্যেই ব্যালট বক্স ছিনতাই হচ্ছে বলে অভিযোগ করছেন বিরোধীরা। তাই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে গোটা বিষয়টি কোন দিকে যায় এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =