তাঁর বিরুদ্ধে ক’টি মামলা করেছে পুলিশ? জানতে চেয়ে হাই কোর্টে বিজেপি’র রেখা, চাইছেন রক্ষাকবচ

কলকাতা: সন্দেশখালি ধর্ষণকাণ্ডে স্টিং ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজনার পারদ চড়েছে রাজ্য রাজনীতিতে৷ সন্দেশখালি-২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ক্যামেরার সামনে স্বাকীর করে…

কলকাতা: সন্দেশখালি ধর্ষণকাণ্ডে স্টিং ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজনার পারদ চড়েছে রাজ্য রাজনীতিতে৷ সন্দেশখালি-২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ক্যামেরার সামনে স্বাকীর করে নেন যে, সন্দেশখালিতে কোনও ধর্ষণ হয়নি৷ সবটাই সাজানো৷ এবং এর নেপথ্যে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক৷ স্টিং ভিডিয়োকাণ্ডে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল এবং বসিরহাটের পদ্ম প্রার্থী রেখার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ স্থানীয় এক ব্যক্তি তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷

কিন্তু, তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা করেছে পুলিশ? উত্তর জানতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রেখা পাত্র। পাশাপাশি কলকাতা হাই কোর্টে নিরাপত্তা এবং রক্ষাকবচ চেয়েও আবেদন করেছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার সেই মামলার শুনানি।

 

স্টিং ভিডিয়োয় গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছিল, মহিলারা টাকার বিনিময়ে তৃণমূল নেতা শাহজাহান শেখ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ধর্ষণের ‘মিথ্যা’ অভিযোগ করেছিলেন৷ ভিডিয়োয় গঙ্গাধর দাবি করেন, সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণের ঘটনা সাজানো। এমনকি তাঁর দাবি, রেখা পাত্রও নাকি দু’হাজার টাকার বিনিময়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করেছিলেন পুলিশের কাছে। গোপন জবানবন্দিও দিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *