কলকাতা: জনসমাগমের রেকর্ড তো বটেই, তৃণমূলের এবারের ব্রিগেড সমাবেশ জাতীয় প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে। সেই গুরুত্বের কথাই সোমবার স্মরণ করিয়ে দিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডের সভামঞ্চ নির্মাণের সূচনা হল এদিন। সেই উপলক্ষে এদিন খুঁটি পুজো হয় ব্রিগেডের ময়দানে। মাস পাঁচেকের মধ্যেই লোকসভা নির্বাচন। সেই পটভূমিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা জনসভায় দেশের বিরোধী শক্তির অভূতপূর্ব সমাবেশ ঘটতে চলেছে ব্রিগেডের মঞ্চে।
দলীয় সূত্রের দাবি, বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্ততপক্ষে ২২টি আঞ্চলিক দলের প্রধানদের দেখা মিলবে তৃণমূলের সভায়। একে লোকসভা ভোটের প্রাক্কালে বিরোধী ঐক্যের ড্রেস রিহার্সাল বলেই রাজনৈতিক মহলের ব্যাখ্যা। রাজ্যে ক্ষমতায় বসার পর এনিয়ে দ্বিতীয়বার এবং সব মিলিয়ে তৃতীয় ব্রিগেড সমাবেশ করতে চলেছে তৃণমূল। ২০১১ সালের ২১ জুলাই সাড়ে তিন দশকের বাম শাসনের অবসানে বিজয় উৎসব ও বার্ষিক শহিদ স্মরণ একযোগে পালন করতে ব্রিগেড সমাবেশ করেছিল তৃণমূল। ঐতিহাসিকতার নিরিখে সেই জনসভা মূলত ঘরোয়া রাজনীতিতে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আগামী ১৯ জানুয়ারির ব্রিগেড ধারে ও ভারে নতুন মাইল ফলক গড়তে চলেছে। স্বভাবতই, একে ঘিরে তৃণমূল গত কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে।
![](https://aajbikel.com/wp-content/uploads/2024/03/ad-728x90-1.png)