রাজ্যের অডিট রিপোর্ট হাতে পেলেন রাজ্যপাল, টুইটে দিলেন ‘খবর’

রাজ্যের অডিট রিপোর্ট হাতে পেলেন রাজ্যপাল, টুইটে দিলেন ‘খবর’

কলকাতা: রাজ্যের পূর্ববর্তী রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্যের সরকারের সম্পর্ক যেমন ছিল, বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও যে ঠিক একই রকম, এমনটা নয়। তবে ভীষণ ভালো সেটাও বলা যায় না। কিন্তু আপাতত একটি ক্ষেত্রে যেন ধনকড়ের নীতিই বেছে নিলেন আনন্দ। এমনিতে তিনি খুব একটা টুইট করেন না, কিন্তু আজ করলেন। কিন্তু কী জানালেন তিনি সেই টুইটে? 

রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন টুইট করে জানান, রাজ্যের অডিট রিপোর্ট জমা পড়েছে রাজভবনে। তাঁর কথায়, রাজ্যের ২০২২ সালের আর্থিক অডিট রিপোর্ট রাজভবনে জমা দেওয়া হয়েছে গত ৮ মে। এই রিপোর্ট জমা দিয়েছেন প্রধান হিসাবরক্ষক সতীশ কুমার গর্গ। একই রিপোর্ট অবশ্য জমা পড়েছে নবান্নে, রাজ্য সরকারের অর্থ দফতরেও। এর আগে রাজভবনের তরফে এই রকম কিছুর তথ্য এতটা প্রকাশ্যে আনা হত না। এই চলটা যেন জগদীপ ধনকড়ই শুরু করেছিলেন। এবার বর্তমান রাজ্যপালও তা অনুসরণ করলেন। তাহলে কি ধীরে ধীরে দুই পক্ষের সম্পর্ক আবার আগের মতো জায়গায় চলে যাবে? সেটা এখনও বলা যাচ্ছে না। 

শুরুটা মন্দ না হলেও সাম্প্রতিক সময়ে রাজ্য এবং রাজ্যপাল সম্পর্কের ভিত ততটা মজবুত নয়। রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর ‘সংঘাত’ প্রকাশ্যে এসেছে তা বলাই যায়। যদিও আগের মতো এখনও পর্যন্ত সরাসরি মুখ্যমন্ত্রী-রাজ্যপাল তর্ক-বিতর্ক কিছু হয়নি। তবে এই আবহে রাজ্যপালের এই টুইটকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *