ডায়মণ্ডহারবারে ববির সঙ্গে কী ঘটে গেল?

ডায়মণ্ডহারবার: বিক্ষোভের মুখে পড়লেন ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। এদিন সকাল থেকে বুথে বুথে ঘুরছিলেন তিনি। ভোটপ্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলছিলেন। কিন্তু বাড়তেই বিক্ষোভের…

ডায়মণ্ডহারবার: বিক্ষোভের মুখে পড়লেন ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। এদিন সকাল থেকে বুথে বুথে ঘুরছিলেন তিনি। ভোটপ্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলছিলেন। কিন্তু বাড়তেই বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।

ডায়মন্ড হারবারের দিঘিরপাড় বাজারে আটকে দেওয়া হয় ববির গাড়ি। সকাল ১০ টা থেকে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। প্রায় সাড়ে ১১ টা পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে থাকতে হয় প্রার্থীকে। অভিযোগ, দেড় ঘণ্টা পরও দেখা মেলেনি কেন্দ্রীয় বহিনী বা কুইক অ্য়াকশন টিমের। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে পৌঁছয় কিউআরটি টিম। কোনও রকমে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় অভিজিৎ দাসকে।

অন্যদিকে, ফলতাতেও ববিকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা। ১০০ দিনের টাকা চেয়ে বিক্ষোভ দেখান। এই এলাকা থেকে ‘ছাপ্পা’ করে অভিষেক জিতছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *