৪২ দিনের রথযাত্রার কর্মসূচি বালিত করে সুপ্রিম কোর্টে নয়া আর্জি বিজেপির

নয়াদিল্লি: ফের পিছিয়ে গেল রথ মামলার শুনানি৷ আগামী মঙ্গলবার ৪২ দিনের কর্মসূচি গুটিয়ে এনে নয়া কর্মসূচি জমা দিতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ আজ, ছিল রথ মামলার শুনানি৷ শুনানিতে কর্মসূচি কাটছাঁট করার আবেদন জানানো হয় শীর্ষ আদালতে৷ যেহেতু, আর কিছু দিনের মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে, ফলে রাজ্যজুড়ে রথযাত্রা করার নিয়ে সমস্যা

৪২ দিনের রথযাত্রার কর্মসূচি বালিত করে সুপ্রিম কোর্টে নয়া আর্জি বিজেপির

নয়াদিল্লি: ফের পিছিয়ে গেল রথ মামলার শুনানি৷ আগামী মঙ্গলবার ৪২ দিনের কর্মসূচি গুটিয়ে এনে নয়া কর্মসূচি জমা দিতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ আজ, ছিল রথ মামলার শুনানি৷ শুনানিতে কর্মসূচি কাটছাঁট করার আবেদন জানানো হয় শীর্ষ আদালতে৷ যেহেতু, আর কিছু দিনের মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে, ফলে রাজ্যজুড়ে রথযাত্রা করার নিয়ে সমস্যা হতে পারে৷ ফলে, কিছুটা পিছু হটেই ৪২ দিনের কর্মসূচি বাতিল করে নতুন কর্মসূচি স্থির করে আদালতে জমা দিতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ আদলতে বিজেপির পরিবর্তিত কর্মসূচি রাজ্যকে খতিয়ে দেখতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ নতুন কর্মসূচি জমা দেওয়ার পর গোটা বিষয়টি পর্যবেক্ষণের পর আগামী ১৫ জানুয়ারি রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট৷

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যায় বিজেপি। মামলাটির দ্রুত শুনানির জন্য দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসে ‘মেনশন’ করেন বিজেপির হয়ে সওয়াল করেন আইনজীবী রঞ্জিতকুমার৷ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী সুহান মুখোপাধ্যায় এবং আস্থা শর্মা৷ উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যে গণতন্ত্র নেই এই অভিযোগ করে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় রথযাত্রা করতে চায় নরেন্দ্র মোদির দল৷আপত্তি করেছে রাজ্য৷ তা নিয়েই আদালতে শুরু হয়েছে রাজ্য সরকার এবং রাজ্য বিজেপির লড়াই৷

গনতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে সন্তুষ্ট না হয়ে, ডিভিশন বেঞ্চে যায় বিজেপি৷ রায়ের বিরুদ্ধে ফের সিঙ্গল বেঞ্চে আবেদন করে সরকার৷ সেখানে রাজ্যে রথযাত্রার অনুমতি দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷ সেই রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করে সরকার৷ প্রধান বিচারপতি সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে তা ফের পাঠিয়ে দেন সিঙ্গল বেঞ্চে৷ সুপ্রিম কোর্টে আবেদনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিজেপি৷ বাংলার দিলীপ ঘোষদের পাশে যে কেন্দ্রের অমিত শাহরা রয়েছেন তা  বুঝিয়ে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ দলের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়৷বিজেপির অভিযোগ, রাজ্যে তৃণমূল শাসনে গণতন্ত্র বিপন্ন৷ এর বিরুদ্ধে জনমত সংগঠিত করতেই রাজ্যের তিন জায়গা থেকে গণতন্ত্র বাঁচাও যাত্রা করতে চায় বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =