রাজ্যের উপাচার্য নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত, আপাতত জট খুলল

রাজ্যের উপাচার্য নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত, আপাতত জট খুলল

কলকাতা: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট কাটার ইঙ্গিত মিলছে। সোমবার এবং আজ, মঙ্গলবার দু’দফায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন তাঁর সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সেই বৈঠক শেষের পর সাংবাদিকদের সম্মেলন করে উপাচার্য নিয়োগ সংক্রান্ত ইস্যুর বিষয়ে স্পষ্ট করা হল। 

আরও পড়ুন: অ্যাডিনোভাইরাসের দোসর হচ্ছে নিউমোনিয়া! শিশুদের নিয়ে চিন্তা বৃদ্ধি

মঙ্গলবার সকালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বারাসত স্টেট ইউনিভার্সিটি, সিধু-কানহো বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের ছটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকে বসেন। শিক্ষাসচিব মণীশ জৈনও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকেই মেয়াদ ফুরানো ওই সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাময়িক ভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন রাজ্যপাল। জানা গিয়েছে, এই ছয় উপাচার্য পদত্যাগপত্র জমা দেন আচার্য সিভি আনন্দ বোসের কাছে। রাজ্যপাল তাঁদের সেই পদত্যাগপত্র গ্রহণ করেন। এর পর ওই ছয় জনকেই তিন মাসের মেয়াদবৃদ্ধির কথা জানিয়ে তিনি চিঠি দেন।