গঙ্গাসাগর যাত্রায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: আগামী ৭ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত যে সমস্ত মানুষ গঙ্গাসাগরে যাবেন সেখানে যদি কোনও বিপর্যয় ঘটে তাহলে মাথাপিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে ৭ জানুয়ারির মধ্যে গঙ্গাসাগরের ড্রেজিংয়ের কাজ শেষ করারও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, মেলা চলাকালীন সুব্রত মুখোপাধ্যায়, অরূপ বিশ্বাস,

গঙ্গাসাগর যাত্রায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: আগামী ৭ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত যে সমস্ত মানুষ গঙ্গাসাগরে যাবেন সেখানে যদি কোনও বিপর্যয় ঘটে তাহলে মাথাপিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে ৭ জানুয়ারির মধ্যে গঙ্গাসাগরের ড্রেজিংয়ের কাজ শেষ করারও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, মেলা চলাকালীন সুব্রত মুখোপাধ্যায়, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায় সহ বেশ কিছু নেতা ও মন্ত্রী হাজির থাকবেন৷

মুড়িগঙ্গায় জলের নাব্যতা স্থায়ীভাবে বাড়াতে ইতিমধ্যেই ড্রেজিংয়ের কাজ শুরু করল সেচ দপ্তর। এবারই প্রথম তারা এই কাজ করছে। কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ড্রেজিং কর্পোরেশনকে ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। আট বছর ধরে রক্ষণাবেক্ষণ করবে ওই সংস্থাই। সব মিলিয়ে খরচ ধরা হয়েছে ১২০ কোটি টাকা। গোটা টাকাটাই খরচ করবে রাজ্য সরকার। অতীতে গঙ্গাসাগর মেলার আগে জেলা পরিষদকে দিয়ে এই ড্রেজিংয়ের কাজ করানো হত। তবে তা হতো সাময়িক। এবারই প্রথম দীর্ঘ সমীক্ষার পর স্থায়ী সমাধানের লক্ষ্যে দীর্ঘস্থায়ী ড্রেজিংয়ের কাজ শুরু করল সেচ দপ্তর। প্রথম পর্যায়ে গঙ্গাসাগর মেলার আগে ১০ জানুয়ারি পর্যন্ত চ্যানেল ১-এ ড্রেজিংয়ের কাজ চলবে। মেলা চলাকালীন ড্রেজিংয়ের কাজ বন্ধ থাকবে। ১ ফেব্রুয়ারি ফের তা শুরু হবে। ২০২০ সালের মধ্যে চ্যানেল ২ ও চ্যানেল ৩-এ ড্রেজিংয়ের কাজ শেষ হবে। এরপর জোয়ার-ভাটা নির্বিশেষে লঞ্চ-ভেসেল যাতায়াত করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + nine =