কী ভাবে মৃত্যু স্বপ্নদীপের? আচার্য আনন্দ বোসের কাছে রিপোর্ট চাইল শিশু সুরক্ষা কমিশন

কী ভাবে মৃত্যু স্বপ্নদীপের? আচার্য আনন্দ বোসের কাছে রিপোর্ট চাইল শিশু সুরক্ষা কমিশন

কলকাতা: যাদবপুরের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যু হল কী ভাবে? সত্য উদঘাটনে তদন্তের অনুরোধ জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে চিঠি দিল পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশন। পদাধিকার বলে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের আচর্যও বটে৷ তদন্তে কী কী তথ্য পাওয়া মিলল, সেই রিপোর্টও জানতে চেয়েছে তারা। দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় তারা অত্যন্ত উদ্বিগ্ন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে কমিশন৷ 

কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে বিতর্কিত পরিস্থিতিতে এক পড়ুয়ার রহস্য মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পিছনে হস্টেলের বেশ কয়েক জন আবাসিক দায়ী বলে অভিযোগ উঠেছে। ওই আবাসিকদের কেউ কেউ আবার বেআইনি ভাবেই হস্টেলে থাকেন। কমিশন এই ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য। তাঁকে কমিশনের তরফে একটি চিঠি দিয়ে উপযুক্ত তদন্তের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এই পরিস্থিতিতে যে পদক্ষেপ করা উচিত বলে রাজ্যপালের মনে করছেন, তা করার জন্যেও অনুরোধ করা হয়েছে। তদন্তে কী তথ্য উঠে এল, সেই রিপোর্টও জানতে চেয়েছে কমিশন। ছাত্রের রহস্য মৃত্যুতে এখনও পর্যন্ত পুলিশ কী কী পদক্ষেপ করেছে, সেই রিপোর্টও দেখতে চেয়েছে কমিশন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *