সর্বশক্তি দিয়ে বাংলাদেশ অভিমুখে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি! কতটা প্রভাব বাংলায়?

সর্বশক্তি দিয়ে বাংলাদেশ অভিমুখে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি! কতটা প্রভাব বাংলায়?

কলকাতা:  শক্তি বাড়িয়ে অবশেষে ঘূর্ণিঝড়ে পরিণত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ। মলদ্বীপ এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ‘মিধিলি’। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, গত ছ’ঘণ্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ২০ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপূর্ব এগিয়ে চলেছে এই গভীর নিম্নচাপ। এটি যত উত্তর-উত্তরপূর্ব দিকে সরছে, ততই বাড়ছে এর শক্তি৷  

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাধ বঙ্গোপসাগরে মিধিলির অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিমি পূর্বে, দিঘা থেকে ২০০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে৷ আবহবিদরা জানাচ্ছেন, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে ৮০ কিলোমিটার গতিবেগে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। মোংলা ও খেপুপাড়ার মধ্যে দিয়ে মিধিলি ঢুকে পড়বে বাংলাদেশে৷ ঝড়ের দাপটে শুক্রবার এবং শনিবার খেপুপাড়া এবং তৎসংলগ্ন এলাকার উপর দিয়ে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বয়ে যাবে ঝোড়া হাওয়া৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটারও হতে পারে। 

মিধিলি পশ্চিমবঙ্গের উপর আঘাত না হানলেও এর প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকার উপরে৷ দিল্লির মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার কিছু কিছু অঞ্চলে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে৷ দুর্যোগ চলবে শনিবার পর্যন্ত।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *