ধনতেরসে রাশি মেনে জিনিস কিনলে বছরভর লক্ষ্মী থাকবেন ঘরে!

ধনতেরসে রাশি মেনে জিনিস কিনলে বছরভর লক্ষ্মী থাকবেন ঘরে!

কলকাতা: কোজাগরীর আরাধনার পর এবার দীপাবলীর অপেক্ষা। তবে তার আগে আসে ধনতেরাস। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র দিন। মূলত অবাঙালিদের মধ্যে এর প্রচলন থাকলেও, এখন বাঙালিদের মধ্যেও ধনতেরাস নিয়ে উন্মাদনা বাড়ছে৷ দীপাবলী মূলত পাঁচ দিনের উৎসব। ধনতেরাস থেকেই শুরু হয়ে যাবে এর প্রস্তুতি৷

ধনতেরসের আর এক নাম হল— ধনাত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী। ‘ধন’ শব্দের মানে অর্থ বা সম্পত্তি। ত্রয়োদশীর অর্থ হিন্দু ক্যালেন্ডারের ১৩তম দিন। দীপাবলীর দিনেও দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে৷ এর ঠিক দু’দিন আগে ধনতেরাস হয়। কথিত আছে, ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তাঁর ভক্তদের গৃহে গিয়ে তাঁদের ইচ্ছাপূরণ করেন। ব্যবসায়ীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা লক্ষ্মীর পাশাপাশি এ দিন পূজিত হন সম্পদের দেবতা কুবেরও৷   

বলা হয়, দীপাবলীর উৎসব মানুষের জীবনে সুখ-সমৃদ্ধি, আনন্দ বয়ে নিয়ে আসে৷ ধনতেরাসে সাধারণত গৃহস্থরা বাসন, সোনা বা রুপোর অলংকার কিনে থাকেন। চলতি বছর ২৩ অক্টোবর ধনতেরাস। এদিন কেনাকাটা করা শুভ বলে মনে করা হয়৷ তবে কোন রাশির জাতক-জাতিকাদের কী কেনা উচিত, তা অনেকেই জানেন না৷ রাশি মেনে কেনাকাটা করলে ধন ও বৈভব উভয়ই বৃদ্ধি পায়। পাশাপাশি দীপাবলীর দিন রাশি অনুযায়ী লক্ষ্মী-গণেশের মূর্তি বাড়িতে আনলেও সুফল মেলে। কোন রাশির জাতকরা ধনতেরসে কী কিনবেন এক নজরে দেখে নিন-

মেষ রাশি- ধনতেরসের দিন মেষ রাশির জাতক-জাতিকারা তামার বাসন ক্রয় করতে পারেন৷ এতে ভালো ফল মিলবে৷ পাশাপাশি দীপাবলীতে প্রবাল বা লাল রঙের লক্ষ্মী-গণেশের প্রতিমাও কিনতে পারেন৷ এতে মেষ রাশির জাতক-জাতিকাদের লক্ষ্মী লাভের পথ প্রশস্ত হবে। 

বৃষ রাশি- বৃষ রাশির জাতকরা উজ্জ্বল পলিশ করা বাসন কিনে আনুন৷ গয়না কিনতে চাইলে রুপোর অলংকার কিনতে পারেন। হীরে কিনলেও সুফল মিলবে। লক্ষ্মী পুজোর জন্য রুপোলি রঙের লক্ষ্মী-গণেশের মূর্তি কিনবেন এই রাশির জাতকরা। 

মিথুন রাশি- ধনতেরাসে মিথুন রাশির জাতকদের জন্য কাঁসার বাসন কেনা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। আপনারা ঘরে সবুজ রঙের লক্ষ্মী-গণেশ৷

কর্কট রাশি- কর্কট রাশির জাতকরা রুপোর বাসন বা অলংকার কিনতে পারেন৷ লক্ষ্মী-গণেশ পুজোর জন্য এই রাশির জাতকরা রুপোলি রঙের মূর্তি কিনলে শুভ হবে৷ 

সিংহ রাশি- সারা বছর স্বচ্ছল ভাবে কাটাতে সিংহ রাশির জাতকদের (Leo Zodiac) তামা বা গোল্ডেন পলিশ করানো বাসন কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। পুজোর জন্য সিংহ রাশির জতকরা সোনালী রংয়ের লক্ষ্মী-গনেশের মূর্তি কিনুন৷

কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা কাঁসার বাসন কিনলে শুভ৷ পুজোর জন্য বাড়িতে নিয়ে আসুন সবুজ রঙের লক্ষ্মী-গণেশের মূর্তি৷ কন্যা রাশির জাতকরা শ্রী যন্ত্র কিনলেও শুভ ফল পেতে পারেন।

তুলা রাশি- পরিবারের সুখ সমৃদ্ধির জন্য তুলা রাশির জাকতরা বৈদ্যুতিন জিনিস, রুপোর বাসন কিনুন। এতে আপনার পরিবারে লক্ষ্মীর আগমন ঘটবে। পুজোর জন্য প্লাস্টার অফ প্যারিসের প্রতিমা কিনতে পারেন।

বৃশ্চিক রাশি- এই রাশির জাতকদের তামার বাসন কিনতে বলছেন জ্যোতিষিরা৷ সোনার অলংকারও কিনতে পারেন। এই রাশির জাতকরা লাল রঙের লক্ষ্মী-গণেশের প্রতিমা এনে পুজো করতে পারেন৷ 

ধনু রাশি- এই রাশির জাতকদের পিতলের বাসন, সোনার গয়না কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। পুজোর জন্য সোনালী রঙের বা পিতলের প্রতিমা কিনতে পারেন। এতে বছরভর শুভ ফল পাবেন৷ 

মকর রাশি- অন্য দিকে মকর রাশির জাতকদের বৈদ্যুতিন জিনিস বা লোহার বাসন কেনার পরামর্শ দেওয়া হচ্ছে৷  দীপাবলীতে পুজোর জন্য ঘরে আনুন নীল অথবা শ্যাম বর্ণের প্রতিমা৷ 

কুম্ভ রাশি- এই রাশির যে সকল জাতক বহু দিন ধরে গাড়ি কেনার পরিকল্পনা করছেন, ধনতেরসের দিন তাঁরা সেই ইচ্ছে পূরণ করতেই পারেন। এ ছাড়াও কোনও মিশ্র ধাতুর বাসনও কেনা যেতে পারে। আপনারা বিভিন্ন রঙের লক্ষ্মী-গণেশের প্রতিমা ঘরে আনুন।

মীন রাশি- এই রাশির জাতকরা পিতলের বাসন, সোনা-রুপোর অলংকার কিনলে শুভ ফল পাবেন। দীপাবলীর দিনের জন্য সোনালী রঙের লক্ষ্মী-গণেশের প্রতিমা কিনলে ভালো৷