প্রয়াত রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন

কলকাতা: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন৷ আজ সোমবার ভোরে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ বয়স হয়েছিল ৭২ বছর৷ আগামী বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানান গিয়েছে৷ সপ্তাহ খানেক আগে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি হন নিরুপম সেন৷ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছি৷ মাঝে তাঁর অবস্থা একটু স্থিতিশীল

প্রয়াত রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন

কলকাতা:  প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন৷ আজ সোমবার ভোরে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ বয়স হয়েছিল ৭২ বছর৷ আগামী বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানান গিয়েছে৷

সপ্তাহ খানেক আগে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি হন নিরুপম সেন৷ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছি৷ মাঝে তাঁর অবস্থা একটু স্থিতিশীল হলেও পরে ফের গুরুতর হন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়৷ তখনই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটও কলকাতায় এসে নিরুপমবাবুকে দেখে যান৷ কিন্তু, এদিন রাতে পরিস্থিতি হাতে বাইরে বেরিয়ে  যায় চিকিৎসকদের৷ পরে, ভোরে প্রয়াত হন  রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন৷ ২০০১ থেকে ২০১১ পর্যন্ত বাম জমানায় তিনি রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন৷ ছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্যও৷ ২০১৩ সালে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়৷ সেই থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =