বড় বিপদ! টাকা ক্রেডিটের এরকম কোনও মেসেজ এসেছে? দেখুন

কলকাতা: আপনার অ্যাকাউন্টে ২১,০০০ টাকা ক্রেডিট হয়েছে এরকম SMS এসেছে? সাবধান চরম বিপদ হতে পারে! অনেক ধরনের ফিশিং অ্যাটাকের মধ্যে একটি স্মিশিং (এসএমএস ফিশিং)। এই…

কলকাতা: আপনার অ্যাকাউন্টে ২১,০০০ টাকা ক্রেডিট হয়েছে এরকম SMS এসেছে? সাবধান চরম বিপদ হতে পারে!

অনেক ধরনের ফিশিং অ্যাটাকের মধ্যে একটি স্মিশিং (এসএমএস ফিশিং)। এই পদ্ধতি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রিলেটেড। কিভাবে হয় পুরোটা?প্রতারকরা মানুষকে প্রতারণা করার একটি নতুন উপায় আবিষ্কার করেছে। এতে, ঠিক একই মেসেজ পাঠানো হয়। যেমন ২১,০০০ টাকা এই অ্যাকাউন্ট নম্বরে ক্রেডিট করা হয়েছে অথবা বলা হতে পারে কারও অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে৷ টাকার পরিমাণও ভিন্ন হতে পারে। এই মেসেজের কিছুক্ষণ পর একটি কল আসে, যে ভুল করে সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। এরপর সেই টাকা একটি নম্বরে ফেরত পাঠাতে বলা হয়। এমন পরিস্থিতিতে সেই টাকা ফেরত পাঠালে ব্যক্তিগত তথ্য স্ক্যামারদের কাছে পৌঁছে যায়। এর সুযোগ নিয়ে তারা প্রতারণা করে। সেক্ষেত্রে কেউ যদি এই ধরনের মেসেজ পায়, তাহলে সবার আগে দেখতে হবে, সত্যিই নিজেদের অ্যাকাউন্টে কারও টাকা এসেছে কি না। কারণ এই কেলেঙ্কারিতে, স্ক্যামাররা টাকা পাঠায় না, বরং তারা একটি এসএমএস পাঠায় যা আসল মেসেজের মতো দেখায় এবং সেটাই অনেক মানুষকে বিভ্রান্ত করে। তাই মনে রাখবেন, অ্যাকাউন্ট ক্রেডিট মেসেজ মোবাইল নম্বর থেকে ব্যাঙ্ক কখনও পাঠায় না। তবে এই কেলেঙ্কারিতে মোবাইল নম্বর থেকে এমন মেসেজ আসে। এটাই সনাক্ত করার সবচেয়ে সহজ উপায়। তাছাড়া, প্রেরকের নম্বর চেক করা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি এমন কোনও মেসেজ পেয়ে থাকে, তাহলে অবশ্যই ব্যাঙ্কের থেকে খোঁজ নিতে হবে, এমন কোনও ট্রানজাকশন আসলেই হয়েছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *