‘স্নেহের পরশ’ বাড়িয়ে ফের কল্পতরু মমতা! করবেন অর্থ সাহায্য

‘স্নেহের পরশ’ বাড়িয়ে ফের কল্পতরু মমতা! করবেন অর্থ সাহায্য

কলকাতা: বর্তমান পরিস্থিতিতে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের কিছুটা আর্থিক সুরক্ষা দিতে রাজ্য সরকার স্নেহের পরশ নামে একটি মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই অ্যাপ আগামী সোমবার থেকে চালু হবে। এর মাধ্যমে ভিন রাজ্যে আটকে পড়া এরাজ্যের শ্রমিকদের চিহ্নিত করে তাদের অর্থ সাহায্য করা হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়েছেন অ্যাপের মাধ্যমে নাম নথিভুতক্ত করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকের অ্যাকাউন্টে হাজার চাকা পাঠিয়ে দেওয়া হবে। এরকম শ্রমিকেরা   সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের কাছে অনলাইনে আবেদন করতে পারবেন। তার যাবতীয় তথ্য ২৪ ঘন্টার মধ্যে যাচাই করে প্রশাসনের তরফে টাকা পাঠানোর অনুমতি দদিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

এর ফলে ভিন রাজ্যে আটকে থাকা রাজ্যের প্রায় ২লক্ষ শ্রমিক উপকৃত হবেন ।পাশাপাশি মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে জেলা ও রাজ্যস্তরে কর্মরত সাংবাদিকদের ও বিশেষ বীমার আওতায় আনার কথা ঘোষণা করেন। আগামী ৩১ মে পর্যন্ত সাংবাদিক ও তার পরিবার এই সুবিধা পাবেন বলে তিনি জানিয়েছেন । সংক্রমণ প্রতিরোধে আগামী ১৯ মে পর্যন্ত সামাজিক দূরত্ব সহ কিছু নিয়ম মেনে চলার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

এদিকে রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরও ২২ জন নভেল কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত ও সুস্থ ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ১৬২ জন করোনা আক্রান্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ১০। গত ২৪ ঘণ্টায় আরো ৪জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *