গুরুচাঁদ ঠাকুরকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি

নয়াদিল্লি: রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মন জয় করতে এবার মতুয়াদের গুরুদেব গুরুচাঁদ ঠাকুরকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি জানাল বঙ্গ বিজেপি। এই মর্মে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন রাজ্য বিজেপির অন্যতম সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, অন্যতম সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তন বসু। তবে শুধুমাত্র ভারতরত্ন দেওয়ার দাবিই নয়। ঠাকুরনগর স্টেশনের নাম পরিবর্তন করে শ্রীধাম ঠাকুরনগর করা এবং

গুরুচাঁদ ঠাকুরকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি

নয়াদিল্লি: রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মন জয় করতে এবার মতুয়াদের গুরুদেব গুরুচাঁদ ঠাকুরকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি জানাল বঙ্গ বিজেপি। এই মর্মে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন রাজ্য বিজেপির অন্যতম সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, অন্যতম সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তন বসু। তবে শুধুমাত্র ভারতরত্ন দেওয়ার দাবিই নয়।

ঠাকুরনগর স্টেশনের নাম পরিবর্তন করে শ্রীধাম ঠাকুরনগর করা এবং উল্লিখিত স্থানে একটি লেভেল ক্রসিংয়ের দাবিতে এদিন রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখাও করেছেন রাজ্য বিজেপির নেতারা। এদিন তাঁরা বলেন, ‘মতুয়াদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে চরম দ্বিচারিতা করছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। একদিকে তারা নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় সরব হয়েছে, আবার অন্যদিকে মতুয়াদের পাশে থাকারও বার্তা দিচ্ছে সরকার। দু’টো একসঙ্গে চলতে পারে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 3 =