নির্দেশ থাকলেও কেন্দ্র এখনও নিরাপত্তা দেয়নি! ময়নার ইস্যুতে ক্ষুব্ধ হাইকোর্ট

নির্দেশ থাকলেও কেন্দ্র এখনও নিরাপত্তা দেয়নি! ময়নার ইস্যুতে ক্ষুব্ধ হাইকোর্ট

কলকাতা: ময়নায় মৃত বিজেপি কর্মীর পরিবারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এখনও পর্যন্ত সেই নির্দেশ কার্যকর করা হয়নি, তাই ক্ষুব্ধ হল আদালত। এদিন এই ইস্যুতে নিজের ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা। গত ৩ মে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছিল। তারপর রাজ্য তাদের নিরাপত্তা তুলে নিয়েছে। তবে এখনও কেন্দ্র তাদের নিরাপত্তা দেয়নি। 

সোমবার এই ইস্যুতে ক্ষুব্ধ বিচারপতি মান্থা বলেন, এটাই কেন্দ্রীয় সরকারের আচরণ। এটা কেন্দ্রীয় সরকারের প্রবণতা। কেন্দ্র কি আইনের উর্ধ্বে? প্রশ্ন তাঁর। এছাড়া তিনি এও বলেন, আন্দামানের ক্ষেত্রেও একই জিনিস দেখেছেন, কলকাতাতেও দেখছেন। কোনও ভাবে পাস কাটানোর চেষ্টা করা হয়। নিজেদের আইনের উর্ধ্বে যেন কেন্দ্র না ভাবে, বক্তব্য বিচারপতির। তিনি আরও বলেন, এত গা ছাড়া মনোভাব কেন্দ্রের কাছ থেকে প্রত্যাশিত নয়। যা হয়েছে তা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের জন্য যথেষ্ট। এই প্রেক্ষিতে বিচারপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবকে তলবের হুঁশিয়ারিও দেন।