কলকাতা: ময়নায় মৃত বিজেপি কর্মীর পরিবারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এখনও পর্যন্ত সেই নির্দেশ কার্যকর করা হয়নি, তাই ক্ষুব্ধ হল আদালত। এদিন এই ইস্যুতে নিজের ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা। গত ৩ মে কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছিল। তারপর রাজ্য তাদের নিরাপত্তা তুলে নিয়েছে। তবে এখনও কেন্দ্র তাদের নিরাপত্তা দেয়নি।
সোমবার এই ইস্যুতে ক্ষুব্ধ বিচারপতি মান্থা বলেন, এটাই কেন্দ্রীয় সরকারের আচরণ। এটা কেন্দ্রীয় সরকারের প্রবণতা। কেন্দ্র কি আইনের উর্ধ্বে? প্রশ্ন তাঁর। এছাড়া তিনি এও বলেন, আন্দামানের ক্ষেত্রেও একই জিনিস দেখেছেন, কলকাতাতেও দেখছেন। কোনও ভাবে পাস কাটানোর চেষ্টা করা হয়। নিজেদের আইনের উর্ধ্বে যেন কেন্দ্র না ভাবে, বক্তব্য বিচারপতির। তিনি আরও বলেন, এত গা ছাড়া মনোভাব কেন্দ্রের কাছ থেকে প্রত্যাশিত নয়। যা হয়েছে তা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের জন্য যথেষ্ট। এই প্রেক্ষিতে বিচারপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবকে তলবের হুঁশিয়ারিও দেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”প্রাপ্য ডিএ-র দাবিতে স্লোগানে মুখরিত রাজপথ! State govt employees take out rally over DA hike demand” width=”853″>
এদিকে আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় আদালতে জানিয়েছেন, ময়নার বিজেপি নেতার মৃত্যুতে দ্বিতীয় ময়নাতদন্তের পরে আরও বেশ কিছু ধারা যুক্ত করার পরামর্শ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু নিম্ন আদালতে আর্মস অ্যাক্ট যুক্ত করার আবেদন করা হয়েছে। এদিন কমান্ড হাসপাতাল দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট আদালতে জমা দিয়েছে। আদালতের নির্দেশ, ওই রিপোর্টের সঙ্গে তমলুক হাসপাতালের প্রথম ময়নাতদন্তের রিপোর্ট দিতে হবে সব পক্ষকে। অন্যদিকে আবার পুলিশের সঙ্গে মৃতের পরিবার অসহযোগিতা করছে বলে অভিযোগ তুলেছে রাজ্য। এক্ষেত্রে বিচারপতির বক্তব্য, পরিবারকে পুলিশের সঙ্গে সহযোগিতা করতেই হবে।